স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আলিপুরদুয়ার শহর সংলগ্ন এলাকায় বারে বারে আগুন লাগার ঘটনায় বাড়ছে উদ্বেগ। উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সোমবার শীতের রাতের নিস্তব্ধতায় আগুন ও ঘন ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন পাম্পের কর্মীরা। দ্রুত খবর দেওয়া হয় দমকল ও আলিপুরদুয়ার থানায়।
আরও পড়ুন: ভাগীরথীর নির্জন চরে কাতরাচ্ছিলেন বৃদ্ধ, চোখ পড়ল পিকনিকে যাওয়া পর্যটকদের! তরুণদের দৌড়ঝাঁপে ফিরল জীবন
advertisement
খবর পেয়ে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন ও আলিপুরদুয়ার থানার পুলিশ কর্মীরা। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গেল বলে দাবি স্থানীয় ও দমকল কর্মীদের। পেট্রোল পাম্পে আগুন লাগার মত ঘটনায় বিপুল ক্ষতির সম্ভাবনা ছিল। তবে সময়মতো পদক্ষেপের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে টানা অগ্নিকান্ডের জেরে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তারা জানান, বারবার আগুন লাগার ঘটনায় আতঙ্ক বাড়ছে। দ্রুত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি করেন এলাকাবাসী। কীভাবে আগুন লাগল তা জানতে দমকল ও পুলিশ তদন্ত শুরু করেছে।






