Nadia News: ভাগীরথীর নির্জন চরে কাতরাচ্ছিলেন বৃদ্ধ, চোখ পড়ল পিকনিকে যাওয়া পর্যটকদের! তরুণদের দৌড়ঝাঁপে ফিরল জীবন

Last Updated:

Nadia News: নির্জন দ্বীপে পিকনিক করতে গিয়ে রানাঘাটের পর্যটকরা দেখলেন গুরুতর অসুস্থ বৃদ্ধকে। বাড়ি ফিরেই করলেন উদ্ধারের ব্যবস্থা।

২৪ বছর ধরে নির্জন দ্বীপে বাস করছেন এই বৃদ্ধ
২৪ বছর ধরে নির্জন দ্বীপে বাস করছেন এই বৃদ্ধ
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া হুগলির মধ্যবর্তী সুবিশাল নির্জন একাকী থাকা অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করল শান্তিপুরের মানবিক যুবক-যুবতী। ভাগীরথীর একপাশে হুগলি জেলার শক্তিপুর। অন্যপাশে নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাট। মাঝে আনুমানিক প্রায় অর্ধশত বছর ধরে ক্রমশ বৃদ্ধি পাওয়া চর বর্তমানে প্রায় হাজার বিঘের কাছাকাছি। প্রথমে নির্জন পরিত্যক্ত অবস্থায় থাকলেও বিগত ১০-১৫ বছরে দিনের বেলায় কিছু কৃষককে দেখা যায়। এছাড়াও শীতকালে অনেকেই এখানে পিকনিক করতে আসেন।
ঠিক তেমনই রানাঘাট থেকে কিছু পরিচিত আত্মীয়-স্বজনদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন কয়েকজন। সেখানে বেশ খানিকটা দূরে হলেও হাঁটতে হাঁটতে গিয়ে তাঁরা দেখেন নির্জন ওই দ্বীপে একমাত্র বাসিন্দা বৃদ্ধ জগবন্ধু বাবু অসুস্থ অবস্থায় শুয়ে কাতরাচ্ছেন। বাড়ি ফিরে তারা শান্তিপুরের প্রিয়াঙ্কা বসাক এবং সৌরভ প্রামানিককে বিষয়টি জানান। প্রিয়াঙ্কা এবং সৌরভ এরপর ভাগীরথী পার হয়ে সেখান থেকে বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে ভর্তি করেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, ওই চরে যাওয়ার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে। কারণ সেখানে নিয়মিত কোনও ট্রলার নৌকা যায় না। তবে পৌঁছনোর পর বৃদ্ধের কাছ থেকে তার বিবরণ জানা যায়। বাদকুল্লায় ওই বৃদ্ধের বাড়ি। তবে যোগাযোগ খুব কম। আধার কার্ড এবং অন্যান্য সমস্ত কাগজপত্র সেখানেই। বৃদ্ধ জগবন্ধু বাবুর স্মৃতিশক্তি খুব স্পষ্ট নয়। এই দ্বীপে তিনি রয়েছেন ২৫ বছর। বিগত কয়েক বছর আগে পক্ষাঘাতে অসুস্থ হন গুরুতরভাবে। বর্তমানে প্রায় তিন মাস ধরে তিনি কোষ্ঠকাঠিন্য, পা ফোলা এবং অন্যান্য নানান শারীরিক সমস্যায় ভুগছেন। খাবার বলতে শীতকালে পিকনিক করতে গিয়ে শুকনো খাবার যদি কেউ কিছু দেন, সেটাই জমিয়ে রাখতেন। কারণ পিকনিকের আমিষ খাবার তিনি খেতেন না।
advertisement
আরও পড়ুন: শীতের কনকনে ঠাণ্ডা, তুষার ঝড়ের আশঙ্কার মাঝেই হিমালয় অভিযানে প্রস্তুত পাহাড় কন্যা পিয়ালি! লক্ষ্য জানলে স্যালুট জানাবেন
তবে এদিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেশ কয়েকদিন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রেখে পূর্ণাঙ্গ চিকিৎসা করিয়ে ছুটি দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে প্রিয়াঙ্কা এবং সৌরভ এই দুই সমাজ কর্মী তাদের নিয়মিত দেখভাল করবেন বলেই জানিয়েছেন। কিন্তু তাদের অনুরোধ সুস্থ হয়ে যাওয়ার পরেও পুরসভার দিশারীতে আরও বেশ কিছুদিন রাখার অনুরোধ জানাবেন চেয়ারম্যানকে। শান্তিপুরের সচেতন নাগরিকদের ওই বৃদ্ধকে সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে অসুস্থ বৃদ্ধ জগবন্ধু বাবু প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে জানান, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অসুস্থতার কথা। তবে সর্বস্ব ত্যাগ করে নির্জন দ্বীপে একমাত্র মন্দির স্থাপন করে সাধনভজন তিনি ছাড়তে চান না। তাই সুস্থ হয়ে গেলে যেন সেখানেই ফিরিয়ে দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়েছেন। এক্ষেত্রে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর প্রদীপ দাস অত্যন্ত মানবিকভাবে দীর্ঘক্ষণ ধরে বৃদ্ধের সমস্ত কথা শোনেন এবং চিকিৎসার বাইরেও পথ্যের ব্যাপারে, প্রয়োজন মতন যোগাযোগ রাখতে বলেন ওই যুবক যুবতীকে। মহৎ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ভাগীরথীর নির্জন চরে কাতরাচ্ছিলেন বৃদ্ধ, চোখ পড়ল পিকনিকে যাওয়া পর্যটকদের! তরুণদের দৌড়ঝাঁপে ফিরল জীবন
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement