Piyali Basak: শীতের কনকনে ঠাণ্ডা, তুষার ঝড়ের আশঙ্কার মাঝেই হিমালয় অভিযানে প্রস্তুত পাহাড় কন্যা পিয়ালি! লক্ষ্য জানলে স্যালুট জানাবেন
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Hooghly Piyali Basak: নতুন করে আবার হিমালয়ের পথে চন্দননগরের শিক্ষিকা পিয়ালি বসাক। আগেও বহু বার গিয়েছেন। তবে এ বার বেশি চর্চায়। কারণ, মাকালু অভিযানে যাচ্ছেন প্রবল শীতের মধ্যে। পিয়ালি বসাক নিজেই জানিয়েছেন এই তথ্য।
advertisement
advertisement
advertisement
যদিও এই অভিযানে এখনও পর্যন্ত সফল হয়েছেন দু'জন স্পেনের পর্বতারোহী ডেনিস ব্রোকো এবং শিমনি মোরো। ভারতের কোনও পর্বতারোহী তা করে দেখাতে পারেননি। পিয়ালি জানিয়েছেন, "এভারেস্ট, লোৎসের মতো বেশ কিছু শৃঙ্গ অভিযানে প্রবল তুষার ঝড়ের মধ্যে পড়তে হয়েছিল। তার মধ্যেও সফল হয়েছি।" সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগাতে চান।
advertisement
advertisement







