আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারায়নি পঞ্চায়েত, চাঁদা তুলে নিজেরাই কাজ শুরু করলেন গ্রামবাসীরা
শ্রমিকরা জানান তাঁদের দাবি বাগান কতৃপক্ষকে শ্রমিকদের পি এফ আ্যকাউণ্টে বকেয়া টাকা জমা করতে হবে। বাগান কতৃপক্ষ দীর্ঘদিন শ্রমিকদের পি এফ জমা করছে না।এরপরেই বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার কালচিনি চা বাগানের কয়েকশো শ্রমিক কালচিনি থেকে অতিরিক্ত শ্রম আধিকারিকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
advertisement
আরও পড়ুনঃ চা তুলছিলেন, সামনে এসে দাঁড়াল 'মৃত্যুদূত'! তারপর? আটিয়াবাড়ির এই মহিলাই এখন চর্চায়
বাগানের কয়েকশো শ্রমিক বীরপাড়াতে অবস্থিত অতিরিক্ত শ্রম আধিকারিকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। এই বিষয়ে উল্লেখ্য গত পাঁচদিন থেকে কালচিনি চা বাগানের শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে । এদিন তাঁদের বিভিন্ন দাবি তাঁরা অতিরিক্ত শ্রম আধিকারিকের কাছে তুলে ধরেছেন।
Annanya Dey