এদিন বাগানের সাত নম্বর সেকশনে চা বাগানে নালায় একটি লেপার্ডের মৃতদেহ দেখতে পেয়ে বাগানের শ্রমিকরা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা এসে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে।
বেশ কিছু মাস ধরে এই চা বাগানে লেপার্ডের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল। শ্রমিকদের ওপর আক্রমণ চালাচ্ছিল লেপার্ড। বনদফতর সুত্রে খবর লেপার্ডটি মাঝবয়সী মহিলা লেপার্ড। লেপার্ডের মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। বয়সজনিত কারণে লেপার্ডটির মৃত্যু হতে পারে বলে অনুমান বনকর্মীদের।
advertisement
আরও পড়ুন-‘বাড়িতে কথা বললেই সব শেষ!’ রাত ১.৪২ মিনিটে…, সবচেয়ে গোপন কথা ফাঁস করলেন অমিতাভ, তারপরই যা ঘটে গেল…
যদিও লেপার্ডের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়া পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বনদফতর সূত্রের খবর। লেপার্ডটির বাচ্চাদের খোঁজ শুরু করেছে বনকর্মীরা।
Annanya Dey