আবাস যোজনার তালিকা দেখে চোখ কপালে উঠল ।আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাড়োপাড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্রমিক সুনিতা রাউতের। তিনি জীবিত, কিন্তু সার্ভে যারা করতে এসেছিলেন তারা তাকে মৃত কেন বানালেন, বুঝতে পারছেন না তিনিও। নাম কেটে যাওয়ার পর বিডিও অফিসের দ্বারস্থ হলেন তিনি।
সুনিতা রাউতের আবাস যোজনা তালিকায় নাম ছিল। তার ঘর ভাঙ্গাচোরা যেকোন মূহুর্তে ঘর ভেঙে পড়ে যেতে পারে এমন অবস্থা, কিন্তু এই সুনিতা রাউতের নাম সার্ভে হওয়ার পর বাদ দেওয়া হয়েছে এবং মৃত বলে দেখানো হয়েছে অভিযোগ। বিডিও অফিসে গিয়ে আশ্বাস পেলেও এখনও কোনও সুরাহা মেলেনি।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআর ‘প্লেয়ারদের’ মধ্যে তুমুল ঝামেলা! আইপিএলের আগে বাড়ল উত্তাপ
এই বিষয়ে বিধায়ক বিশাল লামা জানান,”সার্ভে ঠিকমত হয়নি যারা সার্ভে করছে তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিৎ।” তবে আবাস যোজনায় নাম না থাকায় হতাশ সুনিতা রাউত। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তিনি।
Annanya Dey