KKR News: কেকেআর 'প্লেয়ারদের' মধ্যে তুমুল ঝামেলা! আইপিএলের আগে বাড়ল উত্তাপ
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Kolkata Knight Riders: কেকেআরের প্রাক্তন অধিনায়ক তথা মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে সাক্ষাতকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ তিওয়ারি। গম্ভীরের হয়ে ব্যাট
কেকেআরের প্রাক্তন অধিনায়ক তথা মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে সাক্ষাতকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ তিওয়ারি। একসময় গম্ভীরের অধিনায়কত্বে কেকেআরের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন মনোজ। সাক্ষাৎকারে গম্ভীর সম্পর্কে একের পর এক অভিযোগ করার পর মনোজকে পাল্টা দিলেন কেকেআর তারকা হর্ষিত রানা ও নীতি রানা।
গম্ভীরের সমালোচনা করতে গিয়ে মনোজ তিওয়ারি ওই সাক্ষাৎকারে বলেন,”মেন্টর হওয়া আর কোচ হওয়া একই বিষয় নয়। গম্ভীরের কোচিংয়ে ফলাফল দেখা যাচ্ছে। রাহুল দ্রাবিড় যে উচ্চতায় দলকে নিয়ে গিয়েছিল সেখান থেকে ভারতীয় ক্রিকেট কোন দিকে এগিয়ে চলেছে? এর আগে কোনও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে কি ওর? এটা সম্পূর্ণরূপে কোচিং করানোর পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার ফল।”
advertisement
মনোজ তিওয়ারি বলেছেন, ‘গৌতম গম্ভীর আসলে একজন ভণ্ড। ও যা বলে, তা করে না। ভারতীয় দলের অধিনায়ক কোথাকার? মুম্বই। অভিষেক নায়ার কোথাকার? মুম্বই। এটাই তো মুম্বইয়ের একজন ক্রিকেটারকে তুলে ধরার বড় সুযোগ। অথচ, জলজ সাক্সেনার হয়ে কথা বলার কেউ নেই। ও ভাল পারফর্ম করলেও সবাই চুপ করে আছে। কেউ মুখ খুলছে না।’
advertisement
advertisement
তিওয়ারি আরও বলেন, ‘গম্ভীর শুধুই নিজের লবি-র লোককে সুযোগ দেয়। মর্নি মরকেল লখনউ সুপার জায়ান্টস থেকে এসেছেন। অভিষেক নায়ার গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। ভারতীয় দলের প্রধান কোচের সঙ্গে ওদের সবার স্বার্থের ব্যাপার আছে। কোচের কথায় ওদের তাল মেলাতেই হবে। ওদের নিয়েছে তো সেই জন্য়ই।’ ২০১২ সালে কেকেআরকে সবাই মিলে চ্যাম্পিয়ন করলেও একা ক্ষীর খেয়ে গেছেন গম্ভীর বলেও অভিযোগ করেন মনোজ।
advertisement
আরও পড়ুনঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় সিদ্ধান্ত! অবশেষে বাদ ভারতের দুই মহাতারকা! জেনে নিন বিস্তারিত
মনোজের একের পর এক আক্রমণের কোনও জবাব এখনও গম্ভীর দেয়নি। তবে গম্ভীরের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন কেকেআরের গতবারের আইপিএল জয়ী দলের সদস্য হর্ষিত রানা ও নীতিশ রানা। নীতিশ রানা বলেন, গৌত ভাই সবসময় দলের কথা বেশি ভাবেন। প্লেয়ারদের পাশে থাকেন। কারও উপর ব্যক্তিগত রাগ থাকলে তার সমালোচনা করা ঠিক নয়।” নীতিশ রানা বলেন,”সমালোচনা হওয়া উচিত তথ্যের উপর নির্ভর করে, ব্যক্তিগত আক্রোশের কারণে নয়। গৌতি ভাইয়ের মতো নিঃস্বার্থ ক্রিকেটার আমি দেখিনি।” আইপিএল ২০২৫-এর আগে কেকেআরের বর্তমান ও প্রাক্তন প্লেয়ারদের দ্বন্দ্ব নিয়ে সরগরম ক্রিকেট মহল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 5:22 PM IST