TRENDING:

Elephant Viral Video: যুবকদের আড্ডাখানায় হাতির হানা! 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' পরিস্থিতি, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

Last Updated:

Alipurduar Elephant Viral Video: বেলাশেষে জমে উঠেছিল আড্ডা বাড়ির উঠোনে। একদল যুবক হাসি, মজা করছিল। হঠাৎ করেই ভেস্তে গেল তাঁদের আড্ডা। এই আড্ডাস্থলেই চলে এল দাঁতাল হাতি। হাতি দেখে জোর চাঞ্চল্য ছড়াল এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাদারিহাট, অনন্যা দে: বেলাশেষে জমে উঠেছিল আড্ডা বাড়ির উঠোনে। একদল যুবক হাসি, মজা করছিল। হঠাৎ করেই ভেস্তে গেল তাঁদের আড্ডা। এই আড্ডাস্থলেই চলে এল দাঁতাল হাতি। হাতি দেখে জোর চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রাণ হাতে নিয়ে যে যার মতো দৌঁড়তে শুরু করে যুবকরা। তাঁদের চিৎকারে ছুটে আসে এলাকার বাসিন্দারা। প্রকাণ্ড দাঁতাল দেখে শুরু হয় চেঁচামেচি।
advertisement

এমন ঘটনাটি ঘটেছে মাদারিহাটের জামতলা এলাকায়। হাতিকে তেড়েফুঁড়ে আসতে দেখে ভয় পেয়ে যায় যুবকের দল। সেই ভিডিওটি বর্তমানে ভাইরাল হচ্ছে সর্বত্র। জঙ্গল সংলগ্ন এলাকায় লোকালয় হওয়ার কারণে এই এলাকায় মাঝে মধ্যে চলে আসে হাতি। তবে এদিন বিকেলে হাতিটি আক্রমণ করতেই এসেছিল বলে জানান এলাকাবাসীরা। সকলের চেঁচামেচিতে জঙ্গল সংলগ্ন বাড়ির এক কোণে দাঁড়িয়ে যায়। বনকর্মীদের হাতি চলে আসার ঘটনা জানানো হয়।

advertisement

আরও পড়ুন: ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার নেশাই কঠিন পদক্ষেপ, বদলে দিল গ্রামের যুবকের ভাগ্য! এখন রাজত্ব ডলফিন জগতে

View More

যদিও এলাকাবাসীরা হাত তালি দিয়ে হাতিটিকে জঙ্গলে পাঠায়। তবে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। হাতিটি এখনও লোকালয় থেকে দূরে নেই বলে জানা গিয়েছে। বনকর্মীরা এলাকায় পাহারা দিচ্ছে বলে জানা গিয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
যুবকদের আড্ডাখানায় হাতির হানা! 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' পরিস্থিতি,মুহূর্তে ভাইরাল হল ভিডিও
আরও দেখুন

মাদারিহাট এলাকায় হাতির হানা নতুন কোনও ঘটনা নয়। এই এলাকাকে ঘিরে রয়েছে জলদাপাড়া জঙ্গল। জামতলা এলাকা জলদাপাড়া জাতীয় উদ্যানের লঙ্কা পাড়া রেঞ্জের অন্তর্গত। এই এলাকার রাস্তায় এবং লোকালয় যখন তখন দেখা যায় বুনো হাতি। বিকেল গড়ালে এই এলাকার রাস্তা দিয়ে যাতায়াত প্রায় বন্ধ করে দেন এলাকাবাসীরা। রাস্তায় যেকোনও সময় হাতি বা হাতির দল দেখা নতুন কোনও ঘটনা নয়। চলতি বছরেই বর্ষাকালে সন্ধ্যাবেলায় এই এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি হাতির দলের সম্মুখীন হয়েছিলেন। তিনি উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছিলেন। হাতির দলকে একটু দূরে থাকতে দেখেই বাইক ছেড়ে দৌড়ে পালিয়ে ছিলেন। জঙ্গলের এক গাছের আড়ালে তিনি আশ্রয় নিয়েছিলেন। এখান থেকেই তিনি দেখতে পান হাতির দল তার বাইকটিকে ফুটবলের মতো খেলে ভেঙে দিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক থাকেই।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Viral Video: যুবকদের আড্ডাখানায় হাতির হানা! 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' পরিস্থিতি, মুহূর্তে ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল