TRENDING:

Alipurduar News: রাতে পুরুষ ওয়ার্ডে থাকবে না নার্স! আরজি কর কাণ্ডের পর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নয়া সিদ্ধান্ত

Last Updated:

Alipurduar News: রোগীকল্যাণ সমিতির বৈঠকের পর শিলমোহর পড়েছে এই সিদ্ধান্তে।এছাড়াও বেশ কিছু নতুন পরিষেবা চালু হচ্ছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্ৰহণ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রাতের বেলায় পুরুষ বিভাগে কাজ করবেন না কোনও মহিলা। নিরাপত্তার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নেওয়া হল এমন পদক্ষেপ। আরজি কর ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মহিলাদের কর্মস্থলের পরিস্থিতি উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে সরকারি, বেসরকারি ক্ষেত্রে। এবারে নার্সদের নিরাপত্তার স্বার্থে তাঁদের রাতে পুরুষ ওয়ার্ডে কাজ করতে দেবে না আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement

রোগীকল্যাণ সমিতির বৈঠকের পর শিলমোহর পড়েছে এই সিদ্ধান্তে।এছাড়াও বেশ কিছু নতুন পরিষেবা চালু হচ্ছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্ৰহণ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতি। এই সিদ্ধান্তে খুশি নার্সরা।

আরও পড়ুন: শিক্ষারত্ন পেলেন বাঁকুড়া স্কুলের ইংরেজির শিক্ষক, শিক্ষাক্ষেত্রে জয়জয়কার জেলার

advertisement

বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল বলেন, ”আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নতুন কিছু পরিষেবা চালু হচ্ছে হাসপাতালে। আউটডোরে মাসে একদিন শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের চিকিৎসাজনিত পরিষেবা প্রদান করা হবে। এছাড়া এদিন জেলা হাসপাতালের নিরাপত্তা জনিত বেশ কিছু সিদ্ধান্ত হয়। হাসপাতালে মেল ওয়ার্ডে এখন থেকে রাতে কোনও মহিলা নার্স থাকতে পারবে না।”

advertisement

View More

শুধু তা-ই নয়, হাসপাতাল পরিসরে রোগী ও রোগীর পরিজন ছাড়া বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে, তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে নাইট গার্ড। কোনও পার্কিং চলবে না হাসপাতাল চত্বরে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: রাতে পুরুষ ওয়ার্ডে থাকবে না নার্স! আরজি কর কাণ্ডের পর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নয়া সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল