স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে আচমকাই ক্যানেলে ঝাঁপ দেয় ওই কিশোরী। মুহূর্তের মধ্যে সে জলে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির চেষ্টা চালায় গ্রামবাসীরা। কিশোরীকে উদ্ধার করা সম্ভব না হলে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। দুপুরে কিশোরীর খোঁজে তিস্তা ক্যানেলের জলে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।
আরও পড়ুন : দিঘা ছেড়ে এবার পর্যটকরা ছুটবেন ফ্রেজারগঞ্জ! নতুন রাস্তা, মিউজিয়াম সহ একগুচ্ছ উপহার! চলছে বিরাট পরিকল্পনা
advertisement
প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ওই কিশোরীর দেহ উদ্ধার হয় তিস্তা ক্যানেল থেকে। পুলিশ কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকে ভেঙে পড়েছেন কিশোরীর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন : ড্রোন টেকনোলজি নিয়ে বিশাল কর্মযজ্ঞ, হাতেকলমে শিক্ষা! নতুন ব্যবসা করে ‘রাজা’ হওয়ার পথ দেখাচ্ছে কলেজ
তবে ঠিক কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, এই ধরনের ঘটনা যাতে আর না হয়, তার জন্য সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিয়েছেন চোপড়া থানার আধিকারিকরা।
