TRENDING:

আচমকা তিস্তা ক্যানালে ঝাঁপ, নিজেকে শেষ করে দিল কিশোরী! প্রেমের সমস্যায় চরম সিদ্ধান্ত, অনুমান পরিবারের

Last Updated:

North Dinajpur News : তিস্তা ক্যানেলে ঝাঁপ দিয়ে নিজেকেই শেষ করে দিল এক কিশোরী। প্রেমঘটিত কারণে ওই কিশোরী এমন গুরুতর সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই অনুমান পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোপড়া, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক : তিস্তা ক্যানেলে ঝাঁপ দিয়ে নিজেকেই শেষ করে দিন এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখারি তিস্তা ক্যানেল এলাকায়। প্রেম ঘটিত কারণে ওই কিশোরী এমন গুরুতর সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই অনুমান পরিবারের।
উদ্ধারের জন্য আনা হয়েছে স্পিডবোট।
উদ্ধারের জন্য আনা হয়েছে স্পিডবোট।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে আচমকাই ক্যানেলে ঝাঁপ দেয় ওই কিশোরী। মুহূর্তের মধ্যে সে জলে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির চেষ্টা চালায় গ্রামবাসীরা। কিশোরীকে উদ্ধার করা সম্ভব না হলে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। দুপুরে কিশোরীর খোঁজে তিস্তা ক্যানেলের জলে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।

আরও পড়ুন : দিঘা ছেড়ে এবার পর্যটকরা ছুটবেন ফ্রেজারগঞ্জ! নতুন রাস্তা, মিউজিয়াম সহ একগুচ্ছ উপহার! চলছে বিরাট পরিকল্পনা

advertisement

প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ওই কিশোরীর দেহ উদ্ধার হয় তিস্তা ক্যানেল থেকে। পুলিশ কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকে ভেঙে পড়েছেন কিশোরীর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন : ড্রোন টেকনোলজি নিয়ে বিশাল কর্মযজ্ঞ, হাতেকলমে শিক্ষা! নতুন ব্যবসা করে ‘রাজা’ হওয়ার পথ দেখাচ্ছে কলেজ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূষণমুক্ত করবে বায়ু, আবার দূষিত কার্বন থেকেও হবে লাভ! দুই ছাত্রী তৈরি করল অভিনব মডেল
আরও দেখুন

তবে ঠিক কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, এই ধরনের ঘটনা যাতে আর না হয়, তার জন্য সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিয়েছেন চোপড়া থানার আধিকারিকরা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আচমকা তিস্তা ক্যানালে ঝাঁপ, নিজেকে শেষ করে দিল কিশোরী! প্রেমের সমস্যায় চরম সিদ্ধান্ত, অনুমান পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল