Cancer Best Treatment: উত্তরবঙ্গবাসীদের জন্য বিরাট সুখবর! এবারে শিলিগুড়িতেই হবে ক্যানসারের চিকিৎসা, কেমোথেরাপি অস্ত্রোপচার! জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Cancer Best Treatment: ক্যানসারের চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না উত্তরবঙ্গের রোগীদের। এখন থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালেই মিলবে ক্যানসারের পূর্ণাঙ্গ চিকিৎসা।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ক্যানসারের চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না উত্তরবঙ্গের রোগীদের। এখন থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালেই মিলবে ক্যানসারের পূর্ণাঙ্গ চিকিৎসা। সরকারি নির্দেশে প্রায় দেড় বছর ধরে এই পরিষেবা চালু রয়েছে, এবং ইতিমধ্যেই শতাধিক রোগীর চিকিৎসা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ চন্দন ঘোষ।
প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার সকাল ন’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ক্যানসার ওপেডি ইউনিট খোলা থাকে। এখানেই রোগীদের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রয়েছে একটি টিউমার বোর্ড, যেখানে মেডিসিন, সার্জারি, গাইনো, ইএনটি, প্যাথলজি, ইউএসজি, অ্যানেসথেশিয়া এবং ক্যানসার চিকিৎসকরা একত্রে রোগীদের অবস্থা নিয়ে আলোচনা করেন, যাতে দ্রুত চিকিৎসা শুরু করা যায়।
advertisement
advertisement
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন থেকে ক্যানসার রোগীদের দ্রুত পরিষেবা বা ফাস্ট ট্র্যাক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ রোগ নির্ণয় থেকে চিকিৎসা শুরু পর্যন্ত দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই। প্রয়োজনে রোগীদের জন্য অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে কেমোথেরাপি পরিষেবা চালু করেছে। শুধু এখানকার রোগীরাই নয়, বাইরে থেকে যাঁরা চিকিৎসা করাচ্ছেন, তাঁরাও চাইলে শিলিগুড়ি জেলা হাসপাতালে এসে বিনামূল্যে কেমোথেরাপি নিতে পারবেন।
advertisement
এই পরিকাঠামো তৈরি হওয়ার ফলে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসংখ্য ক্যানসার রোগীর বড় সুবিধা হবে। বিশেষ করে যাঁদের আর্থিক সামর্থ্য সীমিত, তাঁরা এখন বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্বস্তি পাচ্ছেন। জেলা স্বাস্থ্য দফতরের আশা, এই উদ্যোগ ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে উত্তরবঙ্গকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
November 08, 2025 6:12 PM IST
