বাড়ির কাজ, সংসার সামলে অবসর সময়ে এই কাজ করে মাসে মিলে ভালো টাকা রোজগার। বিনামূল্যে উৎকর্ষ বাংলায় নিয়েছেন প্রশিক্ষণ, গ্রাম পঞ্চায়েতের মাস্টার ট্রেনার দিয়ে দশ দিনের বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন সেলাইয়ের। এরপর কখনও গ্রাম পঞ্চায়েত অফিসের স্টিচিং ইউনিটে আবার কখনও অবসর সময়ে বাড়িতে ইউনিফর্ম বানিয়ে মাসে মোটা টাকা রোজগার করছেন বাড়ির গৃহবধূ থেকে মহিলারা। স্ব-সহায়ক দলের উদ্যোগে এই কাজে মিলছে মোটা টাকা আয়। স্বাভাবিকভাবে অবসর সময়ে বসে না থেকে প্রতিদিন গড়ে পনেরো থেকে কুড়িটি ইউনিফর্ম তৈরি করে রোজগার করছে প্রত্যন্ত গ্রাম এলাকার একাধিক মহিলা।
advertisement
আরও পড়ুন – DSP Richa Ghosh: বিশ্বকাপ জয়ের কান্ডারিকে কুর্নিশ পশ্চিমবঙ্গ পুলিশের, নতুন ডিএসপিকে পেয়ে খুশির জোয়ার
পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের একাধিক সহায়ক দলের মহিলারা যুক্ত ইউনিফর্ম তৈরিতে। রানীসরাই গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েক বছর ধরেই চলছে স্টিচিং ইউনিট। যেখানে কাপড়ের থানকে কেটে প্রাথমিক রূপ দেওয়া হয় ইউনিফর্ম তৈরির। এরপর কখনও ইউনিটে বসে, আবার বাড়িতে নিয়ে গিয়ে মহিলারা তৈরি করছেন ইউনিফর্ম।
স্বাভাবিকভাবে, বাড়ির অন্যান্য কাজ সামলে অবসর সময়কে কাজে লাগিয়ে প্রতিমাসে তাদের মিলছে আয়। যা দিয়ে পাশে থাকতে পেরেছে পরিবারের। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের উদ্যোগে এই কাজ করে স্বনির্ভর প্রান্তিক গ্রামে এলাকার মহিলারা। Input- Ranjan Chanda





