নিউ টাউনে স্বর্ণব্যবসায়ীর হত্যাকাণ্ডের পর ১২ দিন কেটে গেলেও এখনও গ্রেফতার হলেন না জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷ স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে৷ এই ঘটনায় বিডিও-র গাড়ির চালক এবং এক বন্ধুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷ এই ঘটনায় বিডিও-র যুক্ত থাকার জোরাল প্রমাণ হাতে পেয়েছে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে সিসিটিভি ফুটেজও৷ তার পরেও এখনও বিডিও অধরা৷ নিজের দফতরেও আর যাচ্ছেন না তিনি৷
Last Updated: November 09, 2025, 02:08 IST