Earn Money: গ্রামের মহিলা বলে কাজ নেই -এর দিন শেষ, ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের, সংসার চলছে রমরম করে

Last Updated:

Earn Money: গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, বাড়িতে এই কাজ করে রোজগার হাজার হাজার টাকা, জানুন

+
সেলাই

সেলাই করতে ব্যস্ত মহিলারা

পশ্চিম মেদিনীপুর: গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে একাধিক ভাবনা গ্রহণ করেছে রাজ্য সরকার।কখনও লোন আবার কখনও বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার বাড়িতে বসেই রোজগার করছেন হাজার হাজার টাকা। বাড়ির সমস্ত কাজ সামলে করছেন এই কাজ। প্রতি মাসে রোজগার হচ্ছে বেশ। রাজ্য সরকারের সহযোগিতায়, বাড়িতে স্কুলের পোশাক তৈরি করে মাসে মিলছে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত আয়। যা দিয়ে অনায়াসে চলছে সংসার। শুধু তাই নয় পাশে দাঁড়াতে পেরেছে পরিবারের।
বাড়ির কাজ, সংসার সামলে অবসর সময়ে এই কাজ করে মাসে মিলে ভালো টাকা রোজগার। বিনামূল্যে উৎকর্ষ বাংলায় নিয়েছেন প্রশিক্ষণ, গ্রাম পঞ্চায়েতের মাস্টার ট্রেনার দিয়ে দশ দিনের বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন সেলাইয়ের। এরপর কখনও গ্রাম পঞ্চায়েত অফিসের স্টিচিং ইউনিটে আবার কখনও অবসর সময়ে বাড়িতে ইউনিফর্ম বানিয়ে মাসে মোটা টাকা রোজগার করছেন বাড়ির গৃহবধূ থেকে মহিলারা। স্ব-সহায়ক দলের উদ্যোগে এই কাজে মিলছে মোটা টাকা আয়। স্বাভাবিকভাবে অবসর সময়ে বসে না থেকে প্রতিদিন গড়ে পনেরো থেকে কুড়িটি ইউনিফর্ম তৈরি করে রোজগার করছে প্রত্যন্ত গ্রাম এলাকার একাধিক মহিলা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের একাধিক সহায়ক দলের মহিলারা যুক্ত ইউনিফর্ম তৈরিতে। রানীসরাই গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েক বছর ধরেই চলছে স্টিচিং ইউনিট। যেখানে কাপড়ের থানকে কেটে প্রাথমিক রূপ দেওয়া হয় ইউনিফর্ম তৈরির। এরপর কখনও ইউনিটে বসে, আবার বাড়িতে নিয়ে গিয়ে মহিলারা তৈরি করছেন ইউনিফর্ম।
advertisement
স্বাভাবিকভাবে, বাড়ির অন্যান্য কাজ সামলে অবসর সময়কে কাজে লাগিয়ে প্রতিমাসে তাদের মিলছে আয়। যা দিয়ে পাশে থাকতে পেরেছে পরিবারের। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের উদ্যোগে এই কাজ করে স্বনির্ভর প্রান্তিক গ্রামে এলাকার মহিলারা। Input- Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Earn Money: গ্রামের মহিলা বলে কাজ নেই -এর দিন শেষ, ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের, সংসার চলছে রমরম করে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement