চলতি বছর মে মাসের শেষের দিকে বৃষ্টিতে ভেঙে পড়েছিল রাস্তার একাংশ। তা মেরামত না হওয়ায় সড়কের বাকি অংশ ধসে গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। ফলে সেই রাস্তা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় চার কিলোমিটার ঘুরপথে চলছে যাতায়াত। চরম সমস্যার সম্মুখীন হন বাসিন্দারা।
আরও পড়ুনঃ চিত্রকলার ছোঁয়ায় কচিকাঁচাদের সৃজনশীল বিকাশে প্রশংসনীয় উদ্যোগ! স্কুলে স্কুলে আঁকার প্রশিক্ষণ
advertisement
স্থানীয়রা জানান, গত মে মাসের শেষের দিকে প্রবল বর্ষণে ধসে গিয়েছিল এই গোপালবাহাদুর বস্তির গ্ৰামীণ সড়কের প্রায় ৫০ মিটারের কাছাকাছি অংশ। জয়গাঁ উন্নয়ন পর্ষদে যাওয়া হয়েছিল এই রাস্তার বিষয়ে জানাতে। বিষয়টি দেখা হবে বলে জানিয়েছিলেন চেয়ারম্যান। কিন্তু তারপরেও মেরামতের কাজ হচ্ছিল না। কার্যত এই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এমনকি জরুরি পর্যায়ে দমকল ও অ্যাম্বুলেন্সের মতো গাড়ি প্রবেশেরও জায়গা নেই বলে দাবি বাসিন্দাদের।
বাসিন্দারা আরও জানান, এই সড়কের পাশেই রয়েছে চা বাগানের নর্দমা, সেখানে কোন বাঁধ না থাকায় বৃষ্টিতে প্রবল স্রোতে সেই জল নর্দমা দিয়ে যায় এবং সেই জলে সড়কের নিচের মাটি সরে গিয়েছে।অবশেষে শুরু হয়েছে এই রাস্তা মেরামতের কাজ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্য দুর্যোগ প্রশমন তহবিল দিয়ে কাজ হবে গোপালবাহাদুর বস্তিতে। চলতি বছর বর্ষার সময় রাস্তাটি ধসে যায়। এই রাস্তা ধসে যাওয়ার কারণে সমস্যার মধ্যে ছিলেন এলাকার বাসিন্দারা। ছোট, বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল এই রাস্তায়। এরপর এই রাস্তার বিষয়ে জানানো হয় আলিপুরদুয়ার জেলা পরিষদ এবং জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষে। রাস্তাটির কাজ শুরু হওয়ার কারণে মুখে হাসি ফুটেছে এলাকাবাসীদের। ৪৩ লক্ষ টাকা ব্যয় করে রাস্তা ও কালভার্ট তৈরি হবে।





