Alipurduar Hospital: নিউজ ১৮ বাংলার খবরের জের! আলিপুরদুয়ার হাসপাতালে চালু হল দেড় মাস ধরে বন্ধ থাকা এক্স-রে মেশিন, দারুণ খুশি রোগীরা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Alipurduar District Hospital: নিউজ ১৮ বাংলার খবরের জের। দীর্ঘ প্রায় দেড় মাস বন্ধ থাকার পর অবশেষে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের এক্স-রে মেশিন চালু হল। ৬ নভেম্বর থেকে হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি খারাপ হয়ে পড়েছিল।
আলিপুরদুয়ার: নিউজ ১৮ বাংলার খবরের জের। দীর্ঘ প্রায় দেড় মাস বন্ধ থাকার পর অবশেষে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের এক্স-রে মেশিন চালু হল। ৬ নভেম্বর থেকে জেলা সদর হাসপাতালের এক্স-রে মেশিন খারাপ হয়ে পড়েছিল। বারবার খবরের জেরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়। অবশেষে মেশিন সারাই করে তা পুনরায় চালু করল জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা সদর হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মন্ডল বলেন, ‘দীর্ঘ প্রায় দেড় মাস এক্- রে বন্ধ ছিল। সকলেরই অসুবিধে হচ্ছিল। আমাদের হাসপাতালের ইন্ডোর ও আউটডোরের রোগীদেরও অসুবিধে হচ্ছিল। অবশেষে সেই অসুবিধে দূর হল। সকলেই খুশি।’
আরও পড়ুনঃ বছর শেষে বারাসাত পুলিশ জেলায় সাইবার অপরাধের খতিয়ান প্রকাশ! ২০ কোটি জালিয়াতি মাত্র ২৬ শতাংশ উদ্ধার
খুশি রোগী ও তাদের আত্মীয়রাও। আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ার বাসিন্দা পিযুস মন্ডল এদিন জেলা হাসপাতাল থেকে এক্স-রে করান। তিনি বলেন, ‘এতদিন হাসপাতালের এক্স-রে মেশিন খারাপ ছিল শুনেছি। সকলের খুব অসুবিধে হচ্ছিল। আমি এদিন হাসপাতালে বিনা পয়সায় এক্স-রে করালাম। এই এক্স-রে বাইরে থেকে করলে ৩০০ টাকা লাগত। ফলে এক্স-রে মেশিন চালু হয়ে যাওয়ায় সকলের সুবিধে হল।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ যাত্রার মঞ্চে পণপ্রথার বিরুদ্ধে লড়াই! বিবেক জাগরণে রাজ্যের মন্ত্রীর শিহরণ জাগানো অভিনয়, কুর্নিশ জানালেন সকলে
জানা গিয়েছে, জেলা সদর হাসপাতালে পি পি পি মডেলে একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি চলে। এই একটি এক্স-রে মেশিন থেকে হাসপাতালের আউটডোর ও ইনডোর পরিষেবা নিতে আসা রোগীরা পরিষেবা পান। এমনকি বাইরে বেসরকারি ডাক্তার দেখিয়েও রোগীরা কম খরচে জেলা সদর হাসপাতালে এক্স-রে করাতে পারেন। কিন্তু ৬ নভেম্বর এই একমাত্র এক্স-রে মেশিনটি খারাপ হয়ে যায়।
advertisement
এক্সরে মেশিন খারাপ হওয়ায় কেউই পরিষেবা পাচ্ছিলেন না। এই সুযোগে বেসরকারি এক্স-রে ল্যাবগুলো চড়া হারে এক্স-রের দাম বাড়িয়ে মুনাফা লুটতে থাকে। সেই খবরও তুলে ধরেছে নিউজ ১৮ বাংলা। অবশেষে হাসপাতালের এক্স-রে মেশিন চালু হয়ে যাওয়ায় খুশি সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 31, 2025 11:02 AM IST







