North 24 Parganas News: বছর শেষে বারাসাত পুলিশ জেলায় সাইবার অপরাধের খতিয়ান প্রকাশ! ২০ কোটি জালিয়াতির মাত্র ২৬ শতাংশ উদ্ধার
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: বছর শেষে বারাসাত পুলিশ জেলায় সাইবার অপরাধের খতিয়ান প্রকাশ করা হল। প্রতারিত অর্থের মাত্র ২৬ শতাংশ উদ্ধার হয়েছে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বছর শেষে বারাসাত পুলিশ জেলায় সাইবার অপরাধের খতিয়ান প্রকাশ করা হল। যেখানে উদ্ধার হয়েছে মাত্র ২৬ শতাংশ অর্থ। ২০২৫ সালের শেষে বারাসাত পুলিশ জেলার সাইবার অপরাধ সংক্রান্ত সার্বিক খতিয়ান তুলে ধরলেন জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাকারিয়া।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক বছরে বারাসাত পুলিশ জেলায় প্রায় ২০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে প্রায় ৬ কোটি টাকা, যা মোট প্রতারণার অঙ্কের মাত্র ২৬ শতাংশ। বারাসাত সাইবার থানা এলাকায় মোট ৬০টি সাইবার প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়েছে। এই অভিযোগগুলিতে মোট ১২ কোটি ৬ লক্ষ ৮০ হাজার টাকার প্রতারণা হয়েছে বলে জানা যায়। তদন্তের মাধ্যমে এর মধ্যে প্রায় ৪ কোটি টাকা ফেরত দিতে সক্ষম হয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ যাত্রার মঞ্চে পণপ্রথার বিরুদ্ধে লড়াই! বিবেক জাগরণে রাজ্যের মন্ত্রীর শিহরণ জাগানো অভিনয়, কুর্নিশ জানালেন সকলে
অভিযোগগুলির মধ্যে আর্থিক প্রতারণার ঘটনা ছিল সর্বাধিক-৪৭টি। এছাড়াও কল সেন্টার সংক্রান্ত চারটি, সিম সংক্রান্ত দুটি এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সাতটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। এই সাতটি মামলার তদন্তে নেমে মোট ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসাত থানা এলাকার বাইরে, বারাসাত পুলিশ জেলার অন্তর্গত বাকি ন’টি থানায় আরও প্রায় ৯ কোটি ৮৭ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সামনে আসে। কোথাও সরাসরি মামলা, কোথাও আবার জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়। এই সমস্ত মামলার ক্ষেত্রে তদন্ত করে পুলিশ ফেরত দিতে পেরেছে মাত্র ১ কোটি ৩১ লক্ষ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সোনারপুরে শুরু বইমেলা, হরেক বইয়ের স্টলের মাঝে পড়ুয়াদের জন্য চমক বিজ্ঞানের প্রদর্শনী, মিস করবেন না
বছরের শেষে এই পরিসংখ্যান তুলে ধরে এদিন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাকারিয়া জানান, নতুন বছরে সাইবার অপরাধের তদন্তে আর্থিক রিকভারির হার আরও বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জেলাজুড়ে সাইবার সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হয়েছে। চলতি বছরে বারাসাত পুলিশ জেলার উদ্যোগে মোট ৫৩টি সাইবার সচেতনতা প্রচার অভিযান চালানো হয়েছে। এদিন বছর শেষে সাংবাদিক সম্মেলন করে প্রতারণার শিকার হওয়া একাধিক ব্যক্তির হাতে উদ্ধার হওয়া অর্থের চেক তুলে দেওয়া হয়। কেউ ১৫ লক্ষ, কেউ আবার ২০ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পান। চেক প্রাপকদের মধ্যে ছিলেন সমীর কুমার, অরিন্দম রায়, ফজর আলী, দিপেন্দু ব্যানার্জি এবং ডক্টর মণীন্দ্রনাথ পাল। প্রতারিত হওয়া ব্যক্তিরা পুলিশের তদন্তে অর্থ ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সচেতন নাগরিকদের মতে, বছর শেষে এই খতিয়ান বারাসাত জেলা পুলিশের সারা বছরের সাইবার অপরাধ দমনে করা কাজের একটি গুরুত্বপূর্ণ শংসাপত্র। এখন দেখার, আগামী বছরে এই উদ্ধারকৃত অর্থের পরিমাণ এবং সাইবার অপরাধ দমনে সাফল্যের গ্রাফ ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 31, 2025 10:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বছর শেষে বারাসাত পুলিশ জেলায় সাইবার অপরাধের খতিয়ান প্রকাশ! ২০ কোটি জালিয়াতির মাত্র ২৬ শতাংশ উদ্ধার







