Sonarpur Book Fair: সোনারপুরে শুরু বইমেলা, হরেক বইয়ের স্টলের মাঝে পড়ুয়াদের জন্য চমক বিজ্ঞানের প্রদর্শনী, মিস করবেন না
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
South 24 Parganas Sonarpur Book Fair: সোনারপুরে শুরু হল বইমেলা। এখানে শুধু বইয়ের স্টল না সঙ্গে রয়েছে অন্যতম চমক বিজ্ঞানের প্রদর্শনী। উত্তর সোনারপুর নয়াবাদ বইমেলা এবার দশম বর্ষে পা রাখল।
advertisement
advertisement
advertisement
কেউ বাবা-মায়ের হাত ধরে, কেউ আবার দাদু-ঠাকুমার সঙ্গে এসে বই কিনছেন। বইয়ের গন্ধে, পাতার শব্দে যেন আবার ফিরে এসেছে হারিয়ে যাওয়া পাঠাভ্যাস। বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিক্ষামূলক অনুষ্ঠান, বিতর্ক সভা, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন ও সংগীত পরিবেশন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
advertisement
advertisement
এই বইমেলা প্রতি বছরই সোনারপুর অঞ্চলের মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে। এবছরের বইমেলার মূল ভাবনা 'সোনারপুর'। এই থিমের মাধ্যমে সোনারপুরের অজানা ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। মোট ৯ দিনের এই বইমেলা এলাকার সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা উদ্যোক্তাদের। (তথ্য ছবি সুমন সাহা)









