TRENDING:

Alipurduar News: পাহাড় থেকে সমতলে নামার একমাত্র রাস্তায় ধস! সমস্যায় ১৩ গ্রামের বাসিন্দারা

Last Updated:

প্রথম বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি রাস্তা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: প্রথম বৃষ্টিতে বিপর্যস্ত বক্সা পাহাড় যাওয়ার রাস্তা। সমস্যা শুরু হয়েছে পাহাড়বাসীদের। দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের কাছে। কারণ সমতলে যাওয়ার আর কোন রাস্তা নেই তাঁদের কাছে।
advertisement

প্রতি বর্ষায় পাহাড়ি রাস্তায় ধস নতুন কিছু নয়। তবে এবার বর্ষা নামার আগেই ধস নামল বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট এলাকায়। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে ধস নামায় চিন্তিত বক্সা পাহাড়ের ১৩টি গ্রামের বাসিন্দা থেকে ট্যুরিস্ট গাইডরা। মাস ছয়েক আগে জিরো পয়েন্ট থেকে ভিউপয়েন্ট পর্যন্ত প্রায় এক কিমি রাস্তার কাজ শুরু হয়। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার টাকা ওই রাস্তা তৈরিতে বরাদ্দ করে। মাটি সমান করে পাথর বিছানো হয়।

advertisement

আরও পড়ুন: জঙ্গল লাগোয়া গ্রামে ঘুরছে এই বিশেষ দল! কী কাজ তাদের জানলে চমকে ‌যাবেন

তবে কংক্রিটের ঢালাই হয়নি। রাস্তার কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ায় ধস নামার আশঙ্কা করছিলেন স্থানীয়রা। চলতি সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে সেই আশঙ্কা সত্যি হল। রাস্তার সংস্কার নিয়েও আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের কাছে পর্যাপ্ত আর্থিক তহবিল না থাকায় কীভাবে রাস্তা সংস্কার হবে সেই প্রশ্নও মাথাচাড়া দিয়েছে। এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা সেসাং ডুকপা জানান, ‘বর্ষা আসার আগেই রাস্তা ভাঙছে পাহাড়ে। আমাদের যাতায়াতের সমস্যা তো হচ্ছেই। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট পর্যন্তই গাড়ি পৌঁছায়। তারপর পাহাড়ি রাস্তায় হাঁটাপথই একমাত্র ভরসা। নতুন রাস্তার কাজ শুরুর আগে জিরো পয়েন্ট ও ভিউপয়েন্টের ওই রাস্তায় বড় বড় পাথর ছিল। সেই কারণে গত কয়েক বছরে ধসের পরিমাণ কম ছিল ওই এলাকায়। তবে এবার সেই পাথর সরিয়ে কাজ শুরু হওয়ায় ধসের আশঙ্কা আগেই তৈরি হয়। বৃষ্টির জল নেমে জিরো পয়েন্টের বিভিন্ন জায়গা ক্ষতি করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের টানে প্যারিস থেকে ছুটে আসলেন দুই ভাই, মিশে গেলেন সকলের সঙ্গে 
আরও দেখুন

Annanya Dey

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: পাহাড় থেকে সমতলে নামার একমাত্র রাস্তায় ধস! সমস্যায় ১৩ গ্রামের বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল