Alipurduar News: জঙ্গল লাগোয়া গ্রামে ঘুরছে এই বিশেষ দল! কী কাজ তাদের জানলে চমকে যাবেন
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
বর্ষার সময় উত্তরবঙ্গে হাতি ও মানুষ সংঘাত বৃদ্ধি পায়। হাতি ও মানুষ সংঘাত ঠেকাতে আঠাশটি দল তৈরি করেছে জলদাপাড়া বনবিভাগ।
আলিপুরদুয়ার: বর্ষার সময় উত্তরবঙ্গে হাতি ও মানুষ সংঘাত বৃদ্ধি পায়। হাতি ও মানুষ সংঘাত ঠেকাতে আঠাশটি দল তৈরি করেছে জলদাপাড়া বনবিভাগ। জনসাধারণের কাছে বনাধিকারিক একটাই অনুরোধ জানিয়েছেন, হাতি এলাকায় দেখলে জীবনের ঝুঁকি নিয়ে সেটিকে তাড়াতে না যেতে। তার বদলে বন দফতরে খবর দিতে।
উত্তরবঙ্গে সারা বছর হাতি ও মানুষ সংঘাত লেগেই রয়েছে। সারা বছর লক্ষ্য করা যায় হাতি হানা দিয়ে ঘরবাড়ি জমির ফসল নষ্ট করছে। বর্ষার সময় এই হাতি ও মানুষ সংঘাত বৃদ্ধি পায়। সম্প্রতি আলিপুরদুয়ার জেলায় হাতির হানায় এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাতির হানায় আহত, হাতির হানায় ফসল ক্ষতি, বাড়ি ঘরের ক্ষতির ঘটনা সামনে আসছে বর্ষার শুরুতে।
advertisement
advertisement
এবারে এই হাতি মানুষ সংঘাত রুখতে একাধিক উদ্যোগ গ্ৰহণ করছে জলদাপাড়া বনবিভাগ। জলদাপাড়া ডিএফ ও প্রবীণ কাশোয়ান জানান,”রাতে আঠাশটি টিম বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। এছাড়া হাতি দেখলে জনগণকে সামনে না যেতে বলা হচ্ছে। বনদফতরকে খবর দিতে বলা হচ্ছে।” এই বিষয়ে বন দফতর থেকে চলছে সচেতনতা। যেসমস্ত এলাকায় হাতি হানা বেশি হয় সেখানে সচেতনতা চালানো হচ্ছে বনদফতরের পক্ষ থেকে। সহযোগিতার হাত বাড়িয়েছেন পরিবেশ প্রেমীরা।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2025 3:27 PM IST







