শিক্ষকদের মতে আনন্দ পরিসর নামে একটি বিষয় রয়েছে। বর্তমানে যা অবলুপ্তির পথে। অনেক বিদ্যালয়ে আনন্দ পরিসর ক্লাস হয় না। শিক্ষকদের মতে এই আনন্দ পরিসর মানে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের রাস্তা। তারা যেটা ভালবাসে করতে সেটি করতে দেওয়া।তাঁদের ভাললাগার বিষয়গুলিকে সম্মান জানানো।
আরও পড়ুন: চাষিদের সঙ্গে কালোবাজারি…! সার বিক্রিতে বাড়তি টাকার দাবি! না দিলে যা করছেন সার বিক্রেতারা
advertisement
আলিপুরদুয়ারের নেতাজি বিদ্যাপীঠ বিদ্যালয়ের বেশিরভাগ পড়ুয়া রান্না করতে ভালবাসে। তাদের এই প্রতিভা সকলের সামনে তুলে ধরার প্রয়াস চালাচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষকরা। তবে আগুনের সামনে কোনও রান্না করতে দিচ্ছেন না তারা। তাই সেখানে গেলে দেখা যাচ্ছে স্কুলের টিফিন শেষে ক্লাসগুলি তিনদিনের জন্য বন্ধ রেখে ফুড ফেস্টিভ্যাল চলছে। কেউ তৈরি করছে লস্যি, কেউ ফ্রুট স্যালাড আবার কেউ ভেলপুরী তৈরি করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক দাস জানান, “বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই উৎসবে পড়ুয়াদের থেকে খাবার কিনছেন। যা তাদের আলাদা উৎসাহ দান করছে। আমরাও চাই পড়ার পাশাপাশি পড়ুয়াদের জ্ঞান অন্য বিষয়েও বৃদ্ধি পাক।”
Annanya Dey