চাষিদের সঙ্গে কালোবাজারি...! সার বিক্রিতে বাড়তি টাকার দাবি! না দিলে যা করছেন সার বিক্রেতারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বর্ষাকালীন চাষের জমি প্রস্তুত হতেই সারের এই চাহিদাকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুরু করেছেন সারের কালোবাজারি।
দক্ষিণ দিনাজপুর: বর্ষাকালীন ধান সহ সবজি চাষের জমি প্রস্তুতের কাজ শুরু হয়েছে জোরকদমে। এর ফলে স্বাভাবিক ভাবেই সারের চাহিদা তুঙ্গে উঠেছে জেলায়। আর সারের এই চাহিদাকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুরু করেছেন রমরমিয়ে সারের কালোবাজারি। সার বিক্রিতে প্রতি কেজি পাঁচ থেকে ১০ টাকা বেশি নিচ্ছেন কৃষকদের কাছে। যাতে নাভিশ্বাস উঠেছে জেলার কৃষকদের।
দফতরের পক্ষ থেকে জানা যায়, বর্তমানে এনপিকে (১০:২৬:২৬) সারের চাহিদা সব থেকে বেশি। এই মরশুমে প্রতিবছরই সারের দাম বৃদ্ধি পায়। ফলস্বরূপ ২৬:২৬ এর পরিবর্তে এনপিকে (১৫:১৫:১৫, ১৬:১৬:১৬, ১৬:২০:০:১৩) এই বিকল্প সারগুলি বিক্রি করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি দফতরের পক্ষ থেকে।
আরও পড়ুন: টিভি রিয়্যালিটি শোয়ের ধাঁচে জমকালো অনুষ্ঠান…! মফস্বলে প্রতিযোগী, অভিভাবক, কোমর দোলালেন সব্বাই
advertisement
advertisement
কৃষকদের পক্ষ থেকে জানা যায়, দিনের পর দিন সারের দাম বেড়েই চলেছে। বিশেষত গ্রাম অঞ্চলে যে সমস্ত সার ব্যবসায়ীরা সার বিক্রি করেন তাঁরা প্রতি কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেশি নিচ্ছেন কৃষকদের কাছে। এমনটাই অভিযোগ কৃষকদের। তবে এই দাম কেন বেশি নেওয়া হচ্ছে তা জানেন না কৃষকরা। দাম কেন বেশি নেওয়া হচ্ছে সে বিষয়ে প্রতিবাদ করলে উল্টো জুটছে হুমকি। অথবা সার বিক্রি না করার হুমকিও দিচ্ছেন সার ব্যবসায়ীরা এমনটাই দাবি কৃষকদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু কে শোনে কার কথা! দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে হরিরামপুর, কুশমন্ডি থেকে কুমারগঞ্জ সর্বত্র একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলায়। সারের যোগান রয়েছে, তা সত্ত্বেও কেন সারের দাম বেশি তা জানা নেই কারোরই। বিগত বছরও ঠিক একইরকম ভাবেই কৃত্রিম চাহিদা তৈরি করে ব্যাপক কালোবাজারি হয়েছিল জেলায়। এবারও সেই একই পথে হাঁটছে দক্ষিণ দিনাজপুরের সার ব্যবসায়ীরা। সারের দাম রোধ করতে কোনরকম ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন এমনটাই দাবি কৃষকদের।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 7:38 PM IST