লাগাতার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে কালচিনি এলাকার একাধিক সুপারি বাগান।সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কালচিনি ব্লকের পূর্ব সাতালির কৃষক সুখলাল ওঁরাও। হাতি এক মাসের মধ্যে পাঁচবার আক্রমণ চালিয়েছে তার সুপারি বাগানে। তছনছ হয়েছে তার সুপারি বাগান। এই খবর পৌঁছয় কালচিনি ব্লক কৃষি দফতরে। এরপরে তার পাশে এসে দাঁড়ান কৃষি দফতরের আধিকারিকরা।
advertisement
আলিপুরদুয়ারের উদ্যান-পালন বিভাগের তরফে এবং কৃষি দফতরের সহায়তায় প্রায় ৬০টি কমলালেবুর গাছের ছাড়া প্রদান করা হয় তাকে। কালচিনি কৃষি সহ অধিকর্তা প্ৰবোধ মন্ডল এই কৃষকের হাতে সেই চারা তুলে দেন। কমলা গাছে কাঁটা থাকায়, সেই গাছকে অনেকটাই ভয় পায় হাতি। তাই সুপারি বাগানের ধারে কাছে আসার সাহস নেই হাতির। পাশাপাশি, এই গাছকে ঢাল করে সুপারি সহ অন্যান্য চাষও কৃষক করতে পারবেন বলে দাবি কৃষি দফতরের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রবোধ কুমার মন্ডল জানান, “বক্সা পাহাড়ের পাদদেশে এই এলাকার অবস্থান। এই মাটি কমলালেবু চাষের উপযোগী। হাতি ঘেঁষবে না এই গাছ দেখলে। যার ফলে সুপারি বাঁচবে, পাশাপাশি কমলালেবু ফলবে।” কালচিনি ব্লক কৃষি দফতরের পক্ষ থেকে অন্যান্য কৃষকদের জানানো হয়েছে কেউ যদি সুপারি বাগানে কমলালেবুর চাষ করতে চান, তাহলে তারা যোগাযোগ করতে পারেন কালচিনি ব্লক কৃষি দফতরের কার্যালয়ে।
Annanya Dey