বৃষ্টি কমার নামগন্ধ নেই...! মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতি, এইসব এলাকার বাসিন্দাদের বাঁচার শেষ ভরসা ফ্লাড সেন্টার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
একদিকে লাগাতর বর্ষণ, চিন্তা বাড়াচ্ছে রাজ্যের একাধিক জলাধার থেকে ছাড়া জল। জল ছাড়ার কারণেই এবার জলমগ্ন ভরতপুর।
ভরতপুর: একদিকে লাগাতর বর্ষণ, চিন্তা বাড়াচ্ছে রাজ্যের একাধিক জলাধার থেকে ছাড়া জল। জল ছাড়ার কারণেই এবার জলমগ্ন ভরতপুর। মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের অন্তর্গত গড্ডা ও গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে হঠাৎই জলস্তর বৃদ্ধি হতেই জলমগ্ন হয়ে পড়ল গ্রাম। কানাময়ুরাক্ষী ও কুয়ে নদীর জলস্তর বৃদ্ধি হয়। আর সেই কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হল ছত্রপুর, জাঁকনি, কল্লা, ইব্রাহিমপুর গ্রামে। ইব্রাহিমপুরের গ্রামের রাস্তাও জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার পরিস্থিতি তৈরি হতেই গ্রামের বাসিন্দাদের উদ্ধার করে ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
জানা গিয়েছে, বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধির ফলে রাজ্যে সড়ক জলমগ্ন থাকে। কোমর সমান জল ঠেলে চলছে যাতায়াত। নৌকাই একমাত্র ভরসা গ্রামবাসীদের। যদিও কান্দি সালার রাজ্যে সড়ক রাতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হলেও ভোরে জল নেমে যায় রাজ্য সড়ক থেকে। তবে বন্যা পরিস্থিতি তৈরি হতেই মোতায়েন আছে বিপর্যয় মোকাবিলা দফতর থেকে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ভরতপুর ব্লকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নজরদারি চলছে। এখনও পর্যন্ত বেশ কিছু গ্রামের বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরানো হয়েছে। ধানের জমিতে জল জমে থাকার সম্ভাবনা আছে। জল কমতে শুরু করেছে ইতিমধ্যেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জেরে এখন আতঙ্কিত সকলেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা কবলিত অঞ্চলগুলির বাস্তব পরিস্থিতি উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে প্রশাসনের তরফে খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। সেখানে রাখা হয়েছে দুর্গতদের। ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে বেশ কিছু পরিবারকে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 12:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টি কমার নামগন্ধ নেই...! মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতি, এইসব এলাকার বাসিন্দাদের বাঁচার শেষ ভরসা ফ্লাড সেন্টার