বীরভূমের জঙ্গলে বিশেষ ৩ অতিথি...! আপ্যায়নে পুলিশ-বন দফতর, সুন্দর সহযোগিতা বাসিন্দাদেরও

Last Updated:
বীরভূমের জঙ্গলে সদাইপুরে দেখা মিলল তিন বিরল বন্যপ্রাণীর, সুরক্ষায় তৎপর বনদফতর ও পুলিশ। জানা যাচ্ছে তিনেই শেষ নয়, রয়েছে ১৬-১৭।
1/5
সদাইপুরের জঙ্গলে আচমকাই দেখা মিলেছে তিনটি বিরল প্রজাতির নীলগাইয়ের। এমন দর্শনে বনপ্রেমী ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য। বনদফতর এবং সদাইপুর থানার পুলিশ যৌথ নজরদারিতে নেমেছে যাতে প্রাণীগুলোকে কেউ বিরক্ত না করে।
সদাইপুরের জঙ্গলে আচমকাই দেখা মিলেছে তিনটি বিরল প্রজাতির নীলগাইয়ের। এমন দর্শনে বনপ্রেমী ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য। বন দফতর এবং সদাইপুর থানার পুলিশ যৌথ নজরদারিতে নেমেছে যাতে প্রাণীগুলোকে কেউ বিরক্ত না করে।
advertisement
2/5
দুবরাজপুর রেঞ্জের অফিসার প্রদীপ কুমার মিশ্র জানান, সদাইপুর ছাড়াও চিনপাই, রাধামাধবপুর, রাজবান্দ, খয়রাশোল মিলে এই অঞ্চলে এখন প্রায় ১৬-১৭টি নীলগাই রয়েছে। তাদের নিরাপত্তায় প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে এবং এখনো পর্যন্ত কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি।
দুবরাজপুর রেঞ্জের অফিসার প্রদীপ কুমার মিশ্র জানান, সদাইপুর ছাড়াও চিনপাই, রাধামাধবপুর, রাজবান্দ, খয়রাশোল মিলে এই অঞ্চলে এখন প্রায় ১৬-১৭টি নীলগাই রয়েছে। তাদের নিরাপত্তায় প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে এবং এখনও পর্যন্ত কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি।
advertisement
3/5
নীলগাই মূলত দেখা যায় উত্তর ও মধ্য ভারতের তৃণভূমি ও খোলা জঙ্গলে। দক্ষিণবঙ্গের জঙ্গলে এদের ক্রমবর্ধমান উপস্থিতিকে বনদফতর ইতিবাচক পরিবেশগত বার্তা হিসেবে দেখছে।
নীলগাই মূলত দেখা যায় উত্তর ও মধ্য ভারতের তৃণভূমি ও খোলা জঙ্গলে। দক্ষিণবঙ্গের জঙ্গলে এদের ক্রমবর্ধমান উপস্থিতিকে বন দফতর ইতিবাচক পরিবেশগত বার্তা হিসেবে দেখছে।
advertisement
4/5
বনদফতরের পক্ষ থেকে স্থানীয়দের কাছে আবেদন জানানো হয়েছে, বন্যপ্রাণীদের বিরক্ত না করতে এবং সহানুভূতিশীল মনোভাব পোষণ করতে। সেইসঙ্গে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। কারণ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্থানীয়দের সহযোগিতা অপরিহার্য।
বন দফতরের পক্ষ থেকে স্থানীয়দের কাছে আবেদন জানানো হয়েছে, বন্যপ্রাণীদের বিরক্ত না করতে এবং সহানুভূতিশীল মনোভাব পোষণ করতে। সেইসঙ্গে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। কারণ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্থানীয়দের সহযোগিতা অপরিহার্য।
advertisement
5/5
পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে বনদফতর ও পুলিশ। প্রধান অগ্রাধিকার, নীলগাইদের নিরাপত্তা এবং তাদের প্রাকৃতিক পরিবেশে শান্তিপূর্ণভাবে বিচরণ নিশ্চিত করা।
পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে বন দফতর ও পুলিশ। প্রধান অগ্রাধিকার, নীলগাইদের নিরাপত্তা এবং তাদের প্রাকৃতিক পরিবেশে শান্তিপূর্ণভাবে বিচরণ নিশ্চিত করা।
advertisement
advertisement
advertisement