গ্রন্থাগারের আলমারিতে গল্পের বই, কম্পিটিটিভ পরীক্ষার বই সাজানো রয়েছে, তাছাড়া দেওয়ালের একপাশে নালন্দা বিশ্ববিদ্যালয় ছবি ফুটিয়ে তোলা হয়েছে সকলেই ব্যবহার করতে পারবেন এই লাইব্রেরিটি। পরবর্তীতে লাইব্রেরি কার্ড চালু করার পরিকল্পনাও রয়েছে। আলিপুরদুয়ার শহরে রয়েছে একটি লাইব্রেরি। আরেকটি লাইব্রেরি পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: দুই নদীর সাঁড়াশি আক্রমণে ঘুম উড়ছে রাতের! জমিজমা, ভিটে মাটি হারানোর আশঙ্কায় ১৫০ পরিবার
advertisement
জানা গিয়েছে, মহাকুমার শাসকের দফতরে বিভিন্ন স্থান থেকে অনেকেই আসেন নানা কারণ নিয়ে। তাদের কিছুটা সময় অপেক্ষা করতে হয়। এই কারণে ওয়েটিংরুমে গ্রন্থাগার তৈরি করা হয়েছে। আলিপুরদুয়ার শহরের বাসিন্দারা এসে এই গ্রন্থাগারের বই পড়তে পারবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা শাসক আর বিমলা জানান, “আপাতত কম্পিটিটিভ পরীক্ষার বই বেশি পরিমাণে রাখা রয়েছে। ধীরে ধীরে গল্পের বইয়ের সংখ্যা বাড়ানো হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আলিপুরদুয়ারবাসীকে সংস্কৃতিমনস্ক করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
Annanya Dey