TRENDING:

Durga Puja 2025: পুজোর থিমের কাজ অসম্পূর্ণ, টাকা নিয়ে উধাও ডেকোরেটর! চরম বিপাকে ৫ বিগ বাজেট পুজো কমিটি

Last Updated:

Durga Puja 2025: ক্লাব কর্তাদের অভিযোগ, এই বছর কলকাতার বেহালার ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্ধেক কাজ করে ওই ব্যবসায়ী এবং তাঁর কর্মীরা রাতারাতি উধাও হয়ে যান বলে অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ পুজোর মুখে উধাও হয়ে গেল ডেকোরেটর! মালদা শহরের বিগ বাজেটের পাঁচটি পুজো কমিটির সঙ্গে প্রতারণা। পূজা মণ্ডপের বায়নার প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে রাতারাতি উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা। মাথায় হাত ক্লাব কর্তাদের। মালদহ জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা।
মালদহ শহরের বালুচর কল্যাণ সমিতির অসম্পূর্ণ পুজোর থিম
মালদহ শহরের বালুচর কল্যাণ সমিতির অসম্পূর্ণ পুজোর থিম
advertisement

দুর্গাপুজো শুরু হতে আর হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। মালদহ শহরের মণ্ডপে মণ্ডপে জোরকদমে প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতিতে রহস্যজনকভাবে এই ডেকোরেটর সংস্থা উধাও হয়ে যায় বলে অভিযোগ। এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে যায় ডেকোরেটর সংস্থা। এমনই অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ পিস্তল নিয়ে স্কুলে হাজির ছাত্র, তেড়ে যান শিক্ষকের দিকে! ঝাড়গ্রামের ঘটনায় গ্রেফতার বাবা

advertisement

এই ঘটনায় মালদা শহরের অন্যতম বিগ বাজেটের পাঁচটি ক্লাব তথা ইংরেজবাজারের বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব এবং হিমালয়া সংঘ ক্লাবগুলি জোর বিপাকে পড়েছে। শহরের এই পাঁচটি ক্লাব প্রতিবছরই থিমের পুজো করে চমক দেয় মালদহবাসীকে। এই বছর‌ও তাঁদের থিমে রয়েছে চমক। তবে কাজ সম্পূর্ণ করার আগেই উধাও হয়ে গেল ডেকোরেটর সংস্থা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হারিয়ে যাওয়া উপকরণে সেজেছে মণ্ডপ, দেবীর সঙ্গে হাজির 'ডাকিনী-যোগিনী'
আরও দেখুন

ক্লাব কর্তাদের অভিযোগ, এই বছর কলকাতার বেহালার ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, অর্ধেক কাজ করে ওই ব্যবসায়ী এবং তাঁর কর্মীরা রাতারাতি উধাও হয়ে যান। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানা যায় তাঁরা হোটেল ছেড়ে দিয়েছেন। এদিকে ফোনের সুইচও অফ। এই পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: পুজোর থিমের কাজ অসম্পূর্ণ, টাকা নিয়ে উধাও ডেকোরেটর! চরম বিপাকে ৫ বিগ বাজেট পুজো কমিটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল