দুর্গাপুজো শুরু হতে আর হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। মালদহ শহরের মণ্ডপে মণ্ডপে জোরকদমে প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতিতে রহস্যজনকভাবে এই ডেকোরেটর সংস্থা উধাও হয়ে যায় বলে অভিযোগ। এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে যায় ডেকোরেটর সংস্থা। এমনই অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ পিস্তল নিয়ে স্কুলে হাজির ছাত্র, তেড়ে যান শিক্ষকের দিকে! ঝাড়গ্রামের ঘটনায় গ্রেফতার বাবা
advertisement
এই ঘটনায় মালদা শহরের অন্যতম বিগ বাজেটের পাঁচটি ক্লাব তথা ইংরেজবাজারের বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব এবং হিমালয়া সংঘ ক্লাবগুলি জোর বিপাকে পড়েছে। শহরের এই পাঁচটি ক্লাব প্রতিবছরই থিমের পুজো করে চমক দেয় মালদহবাসীকে। এই বছরও তাঁদের থিমে রয়েছে চমক। তবে কাজ সম্পূর্ণ করার আগেই উধাও হয়ে গেল ডেকোরেটর সংস্থা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাব কর্তাদের অভিযোগ, এই বছর কলকাতার বেহালার ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, অর্ধেক কাজ করে ওই ব্যবসায়ী এবং তাঁর কর্মীরা রাতারাতি উধাও হয়ে যান। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানা যায় তাঁরা হোটেল ছেড়ে দিয়েছেন। এদিকে ফোনের সুইচও অফ। এই পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।






