পিস্তল নিয়ে স্কুলে হাজির ছাত্র, তেড়ে যান শিক্ষকের দিকে! ঝাড়গ্রামের ঘটনায় গ্রেফতার বাবা

Last Updated:

Student Threatened Teacher: প্রধান শিক্ষকের ঘরে বসেছিলেন ইতিহাসের শিক্ষক। তখনই বন্দুক নিয়ে ওই ছাত্র সেখানে হাজির হয়। পরে সিভিক কর্মীরা তাঁকে ধরে তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়িয়ে নেন

ধৃতকে আজ আদালতে পেশ করা হয়
ধৃতকে আজ আদালতে পেশ করা হয়
ঝাড়গ্রাম, রাজু সিংঃ শিক্ষক থাপ্পড় মারায় পিস্তল হাতে স্কুলে হাজির হয়েছিল ছাত্র। গত ১৮ অগাস্ট গোপীবল্লভপুর ২ ব্লকের এক হাই স্কুলে এই ঘটনা ঘটে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এবার এই ঘটনায় গ্রেফতার ছাত্রের বাবা কেষ্ট দোলই। ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
শিক্ষক পিঠে থাপ্পড় মারায় পিস্তল নিয়ে স্কুলে হাজির হয়েছিল পড়ুয়া। পিস্তল উঁচিয়ে শিক্ষকের দিকে তেড়েও যায় সে। সহপাঠীরা বাধা দেওয়ায় কোনও দুর্ঘটনা ঘটেনি। পরে দশম শ্রেণির ওই ছাত্রকে আটক করে পুলিশ, বাজেয়াপ্ত করা হয় নাইন এম এম পিস্তল। এই ঘটনায় শোরগোল পড়ে এলাকায়।
আরও পড়ুনঃ ৩৫০ বছর পুরনো! পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা, পঁচেটগড় রাজবাড়ির দুর্গাপুজোর পরতে পরতে জড়িয়ে ইতিহাস
পরবর্তীতে জানা যায়, দ্বিতীয় পিরিয়ডে ইতিহাসের ক্লাস চলাকালীন ঘটনার সূত্রপাত। পিছনের বেঞ্চে বসা ওই ছাত্র সামনের এক ছাত্রকে বিরক্ত করায় শিক্ষক নিষেধ করেন। ছেলেটি আমল দেয়নি। পরে শিক্ষক গিয়ে দেখেন, সে খাতাতেও কিছু লেখেনি। রাগে শিক্ষক তাঁকে বকাবকি করে পিঠে এক থাপ্পড় মারেন। ক্লাস শেষে প্রধান শিক্ষককে নালিশ জানাতে গিয়েছিল প্রহৃত ছাত্রটি। সেখানে ইতিহাসের শিক্ষককে দেখে সে ‘অভিভাবককে ডাকতে যাচ্ছি’ বলে শাসানি দিয়ে চলে যায়।
advertisement
advertisement
এরপর প্রধান শিক্ষক বেরিয়ে যান। টিফিনের সময় প্রধান শিক্ষকের ঘরে বসেছিলেন ইতিহাসের শিক্ষক। তখনই বন্দুক নিয়ে ওই ছাত্র সেখানে হাজির হয়। পরে সিভিক কর্মীরা তাঁকে ধরে তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়িয়ে তাঁকে আটক করে। অবৈধভাবে অস্ত্র রাখার ঘটনায় এবার ঝাড়খণ্ড থেকে বাবাকে গ্রেফতার করা হল। আজ আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পিস্তল নিয়ে স্কুলে হাজির ছাত্র, তেড়ে যান শিক্ষকের দিকে! ঝাড়গ্রামের ঘটনায় গ্রেফতার বাবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement