আরও পড়ুন: ইঁদুরের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে মানুষ! এই বিপদের কথা জানলে চলাফেরায় আপনিও সতর্ক হবেন
ধান বা গম কেটে নেওয়ার পরে জমিতে পড়ে থাকা অংশ বা নাড়া আগুনে পুড়িয়ে ছাই করে মাটিতে মিশিয়ে দিলে জমি উর্বর হয়, এমন একটি লোককথা প্রচলিত আছে কৃষকদের মধ্যে। তাই ফসল তুলে নেওয়ার পর নাড়া পোড়ানো একটা পরিচিত ঘটনা।কিন্তু কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধারণা পুরোপুরি ভ্রান্ত। এমনটা করলে জমি উর্বর হওয়ার বদলে আরও ক্ষতি হবে। মাটিতে থাকা উপকারী জীবাণু, পোকামাকড় মরে গিয়ে নষ্ট হবে জমির উর্বরা শক্তি। সঙ্গে ঘটবে পরিবেশ দূষণ। তাই তাঁরা কৃষকদের নাড়া পোড়াতে নিষেধ করে দিয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এমনিতেই জমিতে হারভেস্টার বা ট্রাক্টরের মতন ভারী যন্ত্র চালালে জমির নীচে একটা একটি শক্ত অংশ তৈরি হয়। যা বৃষ্টির জল ভূগর্ভে প্রবেশে বাধা দেয়। তাতে এমনিতেই মাটির ক্ষতি হচ্ছে। এখন নাড়া পোড়ালে বা ফসল অবশিষ্টাংশ চাষের জমির উপর দহন করলে সেই বিপদ আরও বাড়বে। তাই কৃষকদের অবিলম্বে সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে।
সুস্মিতা গোস্বামী