আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া চা বাগানের বাসিন্দা ও চুয়াপাড়া হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী নিকিতা মুণ্ডা। তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে কালচিনি ইউনিয়ন আ্যকাডেমিতে। এদিন সকালে সে পরীক্ষা কেন্দ্রে আসে। কিন্ত এসে দেখে আ্যডমিট কার্ড সে আনেনি। কি করবে আর না করবে তা বুঝে না পেয়ে বিষয়টি সেখানে উপস্থিত কালচিনি থানার ওসি গৌরব হাঁসদাকে ছাত্রী বিষয়টি জানায়।এরপরেই মেয়েটির থেকে তার পরিবারের সদস্যের ফোন নম্বর নিয়ে ফোন করেন তিনি।
advertisement
জানা যায় অ্যাডমিট কার্ড বাড়িতে নেই। এরপর তার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়, জানা যায় অ্যাডমিট কার্ড সেখানে আছে।ত ৎক্ষানাত উদ্যোগ নিয়ে এক পুলিশ কর্মীকে চুয়াপাড়া হাই স্কুলে পাঠানো হয়। সেখান থেকে আ্যডমিট কার্ড সংগ্ৰহ করে নিয়ে আসে পুলিশ কর্মী।
যথা সময়ে ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে।এই বিষয়ে কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানান, “মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভয় কাজ করে পরীক্ষার্থীদের মনে। এই পরীক্ষার্থীর সঙ্গেও তাই হয়েছে। তবে পুলিশ সবসময় নিজের কাজ করছে।”