Madhyamik Examination 2025: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যেতে হবে জঙ্গল পেরিয়ে, তৎপর ফরেস্ট ডিপার্টমেন্ট আধিকারিকরা, যা করলেন কুর্নিশ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Madhyamik Examination: ওদের জীবনের প্রথম বড় পরীক্ষা, প্রাণ হাতে পরীক্ষা দিতে যেতে হয় এবার আর হবে না...
আলিপুরদুয়ার : আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। বনবস্তির মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে সজাগ দৃষ্টি বন দফতরের। এদিন বন দফতরের পক্ষ থেকে বন দফতরের গাড়ি করে মাধ্যমিক নিজ নিজ পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সুব্যবস্থা করা হয়। পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় শুভেচ্ছা জানান বন দফতরের কর্মীরা।
মাধ্যমিক পরীক্ষার্থীরা যেন পরীক্ষা কেন্দ্রের যাতায়াতের সময় বন্যপ্রানী সংক্রান্ত কোন অসুবিধার সম্মুখীন না হয় , সে কারনে বনদপ্তরের পক্ষ থেকে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এদিন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বিভিন্ন বনবস্তি এলাকায় বন দপ্তরের এই ভূমিকাকে লক্ষ্য করা যায়।
অন্যদিকে পরীক্ষা কেন্দ্র গুলোতেও পুলিশ প্রশাসনের নজরদারিও ছিল রীতিমতো, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বারবিশা চৌপথিতেও খোলা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র।
advertisement
advertisement
বন দফতরের সংশ্লিষ্ট রেঞ্জের অন্তর্গত জয়দেবপুর টাপু , সংকষ ফরেস্ট ভিলেজে , কুমারগ্রাম ফরেস্ট ভিলেজ , এবং নিউলেন্ডস ফরেস্ট। ভোলকা রেঞ্জ ও রেঞ্জের অন্যান্য বিটের অন্তর্গত চেংমারি, ব্যাংডোবা ,খুট্টিমারি বালাপাড়া ,খুত্তি মারি, ইন্দুবস্তি,ঘক্স পাড়া, লেফ্রাগুরি বস্তির, শালবাড়ি পরীক্ষার্থীদের নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যাবস্থা করা হয়। সূত্রের খবর মাধ্যমিক পরীক্ষার দিন গুলোতে মূলত বন বস্তির পরীক্ষার্থীদের বন্যপ্রাণী সংক্রান্ত সমস্যা এড়াতে এই ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে।
advertisement
Rajkumar Karmakar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 12:26 PM IST