সেচ দফতরের আধিকারিক কৃষ্ণেন্দু ভৌমিক জানিয়েছেন, এবছর তিস্তাকে ঘিরে বিশেষ নজরদারি চলছে। ইতিমধ্যেই শুরু হয়েছে বন্যা নিয়ন্ত্রণের প্রস্তুতি। ১ জুলাই থেকে চালু হতে চলেছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা, রায়ডাক-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নদীর উপর রাখা হবে কড়া নজর।
আরও পড়ুন: এক আধ দিন হলে হয়, তাই বলে ৪৩ দিন! পোস্ট অফিসে জিজ্ঞেস করলে বলে ‘লিঙ্ক নেই’!
advertisement
কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছে, আপাতত নদীগুলির জলস্তর স্বাভাবিক থাকলেও, কোন সময় পরিস্থিতি পাল্টাতে পারে বলেই সতর্কবার্তা দিচ্ছেন কর্তারা। ভুটান ও সিকিম পাহাড় ঘেঁষা নদীগুলির জলস্তর নজরদারির মধ্যেই রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন নদীও দফতরের নজরবন্দি। সেচ দফতর সাধারণ মানুষকে অনুরোধ করছে, আতঙ্ক না ছড়িয়ে, সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য। জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃষ্টির মরসুমে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে এবার অনেকটাই আগাম প্রস্তুত রাজ্যের সেচ দফতর। এখন দেখার, প্রকৃতি কতটা সহানুভূতিশীল থাকে উত্তরের মানুষের প্রতি।
সুরজিৎ দে





