এই এলাকার সামনে দিয়েই চলে গিয়েছে এশিয়ান হাইওয়ে। বাড়ির সামনেই দ্রুতগতির বাইকের ধাক্কায় বলি হল শিশুকন্যা। মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হয়েছে ৯ বছরের শিশুকন্যার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায়।
advertisement
জানা যায়, বাড়ির সামনে খেলছিল হাসিমারা এলাকার বাসিন্দা অজয় কুমার শায়েরর ৯ বছরের মেয়ে। সে সময় একটি বাইক দ্রুত গতিতে এসে শিশুকন্যাকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে একরত্তি ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শিশুটিকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালচিনি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ক্ষুব্ধ এলাকাবাসী। কারণ দুর্ঘটনাস্থল থেকে ৩০ মিটার দূরেই রয়েছে ট্রাফিক পুলিশের পোস্ট। পুলিশের চোখের সামনে দ্রুত গতিতে বাইক চলছে কীভাবে উঠছে প্রশ্ন।