কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না লুঠ! দিনেদুপুরে বারুইপুর মাস্টারপাড়ায় দুঃসাহসিক চুরি, চাঞ্চল্যকর ছবি সিসিটিভি ফুটেজে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Robbery Case: সাতসকালে কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না লুঠ করে চম্পট দিল দুই মহিলা। আলমারির লকার খুলে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে।
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পণ মণ্ডল: কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না লুঠ করে চম্পট দিল দুই মহিলা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
সোমবার সকালে বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়াতে প্রদীপ পাইনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল ১০টা ৪৮ মিনিট নাগাদ কোলে দুই বাচ্চা এবং ও আরও একটি বাচ্চা ছেলেকে নিয়ে দুই মহিলা প্রদীপ পাইনের বাড়িতে ঢুকছে। ঠিক মিনিট ১৫ পর সেই বাড়ি থেকেই বাচ্চা-সহ ওই দুই মহিলাকে বেরিয়ে যেতে দেখা যায়।
advertisement
আরও পড়ুনঃ স্কুটির টিউবে লুকিয়ে বাংলাদেশে পাচারের ছক! তাও শেষরক্ষা হল না, হাকিমপুর চেকপোস্ট থেকে উদ্ধার লক্ষাধিক মূল্যের রুপোলী ধাতু
বাড়িতে ফিরে প্রদীপ বাবুর স্ত্রী কাজল পাইন দেখেন বিছানা এলোমেলো রয়েছে। তাঁর সন্দেহ হওয়ায় আলমারির লকার খুলে দেখেন, লকারে থাকা প্রায় তিন লক্ষ টাকার সোনার গয়না খোয়া গিয়েছে। কাজলদেবী জানান, তিনি বাড়ি থেকে সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর ছেলেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বেরিয়ে গিয়েছিলেন। তার স্বামী প্রদীপ পাইন সকাল ১০টা নাগাদ তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। সেই সময় বাড়িতে ছিলেন প্রদীপবাবুর অসুস্থ বোন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্যবসায় তড়তড়িতে উন্নতি হবে বিশ্বকর্মার পুজো করলে! কিন্তু ত্বষ্টার আরাধনার আগেই লোকসানে ব্যবসায়ীরা, কেন জানেন?
সোমবার দুপুর ১টা নাগাদ বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পাইন পরিবার। তবে মঙ্গলবার সকাল হলেও বারুইপুর থানার পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে আসেনি। তাই নিয়ে ক্ষোভ রয়েছে পরিবারের। তাঁদের দাবি, সিসিটিভি ফুটেছে যাদের দেখা গিয়েছে বারুইপুর থানার পুলিশ তদন্ত করে তাদের গ্রেফতার করুক ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। পাশাপাশি বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন মাস্টারপাড়া এলাকার বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 1:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না লুঠ! দিনেদুপুরে বারুইপুর মাস্টারপাড়ায় দুঃসাহসিক চুরি, চাঞ্চল্যকর ছবি সিসিটিভি ফুটেজে