স্কুটির টিউবে লুকিয়ে বাংলাদেশে পাচারের ছক! তাও শেষরক্ষা হল না, হাকিমপুর চেকপোস্ট থেকে উদ্ধার লক্ষাধিক মূল্যের রুপোলী ধাতু

Last Updated:

Silver Smuggling: ১২ কিলো ৭০০ গ্রাম রুপোর গয়না অবৈধভাবে বাংলাদেশে পাচারের ছক। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। স্কুটির টিউবের মধ্য লুকিয়ে রুপোর গহনা পাচারের চেষ্টা করছিল পাচারকারী।

১২ লক্ষ টাকা মূল্যের রুপো গয়না বাংলাদেশে পাচারের ছক
১২ লক্ষ টাকা মূল্যের রুপো গয়না বাংলাদেশে পাচারের ছক
স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: ভারত থেকে প্রচুর পরিমাণে রুপো অবৈধভাবে বাংলাদেশে পাচারে অভিযান চলছিল। ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট দিয়ে ওই বিপুল পরিমাণ রুপো চোরাচালানের পরিকল্পনা ছিল। কিন্তু বিএসএফ-এর তৎপরতায় আটকানো গেল পাচারের ছক। সীমান্ত থেকে রুপোর গহনা-সহ গ্রেফতার পাচারকারী।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারী সীমান্ত এলাকার ঘটনা। পাচারকারীর হেফাজত থেকে ১২ কিলো ৭০০ গ্রাম রুপোর গয়না উদ্ধার হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। স্কুটির টিউবের মধ্য লুকিয়ে রুপোর গহনা পাচারের চেষ্টা করছিল ওই পাচারকারী।
আরও পড়ুনঃ নেপালের পরিস্থিতি ঠাণ্ডা হলেও কেন বন্ধ পানিট্যাঙ্কি সীমান্ত? সাংসদ রাজু বিস্তার এক নির্দেশে তৎপর BSF, খুশিতে ডগমগ ব্যবসায়ীরা
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত পাচারকারীর নাম রাশেদ সাহাজি। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরুপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর উত্তরপাড়ায়। সে ওই রুপার গয়নাগুলি ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট দিয়ে একটি স্কুটির ভিতরে লুকিয়ে বাংলাদেশে প্রচার করার চেষ্টা করছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্যবসায় তড়তড়িতে উন্নতি হবে বিশ্বকর্মার পুজো করলে! কিন্তু ত্বষ্টার আরাধনার আগেই লোকসানে ব্যবসায়ীরা, কেন জানেন?
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা হাকিমপুর চেকপোস্টে স্কুটিটিকে দাঁড় করায় এবং তল্লাশি শুরু করে। তারপরেই বেরিয়ে আসে ১২ কিলো ৭০০ গ্রাম রুপার গয়না। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। ইতিমধ্যে রাশেদ সাহাজির স্কুটি এবং রুপোর গয়না তেতুলিয়া শিল্প দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুটির টিউবে লুকিয়ে বাংলাদেশে পাচারের ছক! তাও শেষরক্ষা হল না, হাকিমপুর চেকপোস্ট থেকে উদ্ধার লক্ষাধিক মূল্যের রুপোলী ধাতু
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement