এদিন প্রথমেই তিনি মালদহের বামনগোলা ব্লকের নালাগোলা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিতে যান। সেখানে কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। দলীয় নেতৃত্বেদের নিয়ে সেখানে তিনি পুজো দেন। তারপর সেখানেই জনসংযোগ কর্মসূচি করতে দেখা যায় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি নিজের হাতে ঢাক বাজাতে শুরু করেন। তাকে দেখে আপ্লুত হয়ে ওঠেন সেখানে উপস্থিত ঢাকিরা। কাছে পেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন উপস্থিত ঢাকিদের দল। তার পূজা উপলক্ষে এদিন সেখানে ঢাকিদের ডাক পড়েছিল।
advertisement
আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা
স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ঢাকিরা। অপরদিকে কয়েক হাজার কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যে সেখানে পৌঁছে যান স্থানীয় এক বৃদ্ধা। তাকে দেখতে পেয়ে সেখানে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। বেশ কিছুক্ষণ কথা বলেন ওই বৃদ্ধার সঙ্গে।
আরও পড়ুন: সাতসকালে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে পড়ল ইনকাম ট্যাক্স অফিসাররা! তোলপাড় বাংলা
তবে এদিন মালদহে এসে প্রথমেই বামনগোলা ব্লকের নালাগোলা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে জেলার কর্মসূচি শুরু করেন। নালাগোলা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্য দান করেন অভিষেক। সেখান থেকে বেরিয়ে একে একে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। বামনগোলা ব্লকের পর হবিবপুর ব্লকে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
------- হরষিত সিংহ