আরও পড়ুন: বিহারে চোর সন্দেহে যুবককে বেঁধে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ
দলীয় ভাবে বিজেপি পক্ষ থেকে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কনভেনার পবন কুমার ভাদানির দাবি, এদিন বনধের সমর্থনে তাঁরা মিছিল করছিলেন জামালদহ বাজার এলাকায়, আচমকা তাঁদের ওপর আক্রমণ করা হয়। ঘটনায় তাঁদের একজন গুরুতর আহত হয়েছেন। অপরদিকে, স্থানীয় তৃণমুল নেতা গোপাল চন্দ্র রায় জানান, তাঁরা বনধের বিরোধিতার কর্মসুচি পালন করছিলেন। তখনই তাঁদের ওপর আক্রমণ করা হয় আচমকাই।তাঁদেরও একজন গুরুতর আহত হন বলে দাবি।
advertisement
আরও পড়ুন: ‘শুরু তুমি করেছো…’, আরজি কর আন্দোলনকে দিল্লি নিয়ে যাবেন! হুঙ্কার অভিষেকের
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষের মুখোমুখি সংঘাতের ঘটনায় বাঁশ দিয়ে আক্রমণ করে উভয় পক্ষ। আর তাতেই আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে দলীয় কিংবা ব্যক্তিগত ভাবে কোনও অভিযোগ দায়ের না করার কারণে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। দু’পক্ষের এই মুখোমুখি সংঘাতের জেরে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।






