এই নাট্য দলের উদ্যোগে শাল বাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল এবং শাল বাগান মশাল থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন হচ্ছে। নাট্য দলের সম্পাদক সুমন্ত সাহা জানান,”এই শালবাগানে বারবার গাছ কাটা ও চুরির ঘটনা ঘটছে। তাই সবুজ অরণ্যকে বাঁচাতে আরোও বেশি সচেতন হওয়ার প্রয়োজন সবার। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আয়োজন করা হচ্ছে তাঁদের এই নাট্য উৎসব। অনুষ্ঠানের জন্য মহড়াও চলছে প্রতিদিন শাল বাগানের মধ্যে।”
advertisement
আরও পড়ুন: এবার বাংলায় মিলছে লাল কলা! পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল চাষেও বিরাট লাভ, উপকারিতা শুনে চমকে যাবেন
তাঁদের নাট্য উৎসব এবার চতুর্থ বছরে পদার্পণ করতে চলেছে। এই অনুষ্ঠানে আসা প্রত্যেকেরই হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হবে। এবং নাটক চলাকালীন সময়ে শাল বাগানের ভেতরে আরোও বেশ কিছু চারা গাছ রোপন করা হবে। সকলের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে, যাতে শাল বাগানের রক্ষা করা সম্ভব হয়। সংক্ষেপে বলা যায় এই শাল বাগান কোচবিহারের ফুসফুস। তাই এই শাল বাগানকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন।
আরও পড়ুন:একবার ফসল ফলালেই পাবেন প্রতিবছর লাভ! নামমাত্র খরচে করুন এই ফলের চাষ
নাট্য দলের সভাপতি রুমা দে জানান,”এবারের অনুষ্ঠানে জেলার পাশাপশি রাজ্যের ও বাইরের বহু নাট্য দল আসতে চলেছে। এবারের অনুষ্ঠানে আকর্ষণ হিসেবে থাকছে নদীর বুকে মশাল জ্বালিয়ে মঞ্চের মধ্যে নাটক।” নাট্য দলের এক সদস্যা বিপাশা সাহা জানান,”তাঁদের এই জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য গাছকে রক্ষা করা। আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের জন্য গাছকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ন। মূলত এই বার্তা নিয়েই এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নাটকের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপশি পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে এই নাট্য উৎসবের মাধ্যমে। অভিনব ভাবনায় আয়োজন করা এই নাট্য উৎসব সকলের মন আকর্ষণ করবে এটুকু নিশ্চিত।
Sarthak Pandit