Red Banana Benefits: এবার বাংলায় মিলছে লাল কলা! পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল চাষেও বিরাট লাভ, উপকারিতা শুনে চমকে যাবেন

Last Updated:

Red Banana Benefits: কোচবিহারের তুফানগঞ্জে এই প্রথম চাষ হচ্ছে মুসা ভেলুটিনা প্রজাতির কলা। এই কলা বিশ্বব্যাপী রেড ব্যানানা বা লাল কলা নামে পরিচিত। তার উপকারিতা জেনে নিন। 

+
লাল

লাল কলা চাষ

তুফানগঞ্জ: কাঁচা সবুজ কলা কিংবা পাকা হলুদ কলা দেখেই অভ্যস্ত সবাই। লাল কলা বাজারে দেখতে পাওয়া যায় খুব কম। তবে দক্ষিণ ভারতের কর্ণাটকে এই কলা ব্যাপক হারে চাষ করা হয়ে থাকে। এতদিন পর্যন্ত এই কলা কোচবিহারে চাষ হতো না। কোচবিহারের তুফানগঞ্জ এলাকায় এই প্রথম চাষ হচ্ছে মুসা ভেলুটিনা প্রজাতির কলা। এই কলা বিশ্বব্যাপী রেড ব্যানানা বা লাল কলা নামেই পরিচিত। এই বিরল প্রজাতির কলা দেখতে মূলত লাল আভাযুক্ত হয়। এই কলা চাষ করে সবাইকে অবাক করে দিয়েছেন এক ব্যক্তি। দীর্ঘ সময় ধরে বিরল গাছ পালা চাষে আগ্রহ এই ব্যক্তির।
চাষে আগ্রহী রূপম পাল জানান, তিনি প্রথমে কর্ণাটকে এই কলার চাষ হতে দেখেন। সেখান থেকে তিনি প্রথমে ১০টি লাল কলার চারা নিয়ে আসেন চাষ করার জন্য। এই কলা খেতে অত্যন্ত মিষ্টি। এছাড়া এই কলার পুষ্টিগুণ অন্যান্য কলার প্রজাতির চেয়ে অনেকটাই বেশি। তাই এই কলার চাষের ক্ষেত্রে ভাল মুনাফা রয়েছে কৃষকদের জন্য। এই চাষ করার জন্য সামান্য উঁচু জায়গায় প্রয়োজন। যাতে কোন মতেই জল জমার সম্ভাবনা না থাকে গাছের গোড়ায়। এই কলা গাছে প্রতিদিন জল দিলে গাছ মরে যাওয়ার সম্ভবনা থাকে। তাই এই কলা গাছে গরমের মরশুমে ৭ দিনে একবার, এবং স্বাভাবিক আবহাওয়ায় ১৫ দিনে একবার জলের প্রয়োজন হয়।”
advertisement
advertisement
তিনি আরও জানান, এই কলা গাছ লাগানোর এক বছরের মধ্যে কলার ভাল ফলন হতে শুরু করে। অন্যান্য কলার মতো করেই চাষ করতে হয় এই লাল কলা। বিশেষ কোনও পদ্ধতি বা কোনও সমস্যা দেখা যায় না এই কলা চাষে। তবে এই কলা গাছে রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। একমাত্র জৈব সার এই কলা গাছের জন্য ভাল।
advertisement
এই কলা কিডনিতে পাথর প্রতিরোধ করতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক ভাল রাখতেও কাজে লাগে। বাজারে বেশ চাহিদা দেখতে পাওয়া যায় এই লাল কলার। তাই যে কোনও কৃষক এই কলা চাষ করে আর্থিক মুনাফার মুখ দেখতে পারবেন খুব সহজেই।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Red Banana Benefits: এবার বাংলায় মিলছে লাল কলা! পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল চাষেও বিরাট লাভ, উপকারিতা শুনে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement