গতকাল বিকেলে তোর্ষা নদীর ধার ধরে এলাকায় চলে আসে একটি বুনো হাতির দল। এই হাতির দলে ছোটো বড় মিলিয়ে মোট সতেরোটি হাতি রয়েছে। বুনো হাতির দলটি গ্ৰামের অনেক সামনে রয়েছে। হাতির দল দেখতে ভিড় জমায় উৎসাহী জনতা। ঘটনাস্থলে বনদফতরের নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌছেছে। বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন।বনকর্মীদের অনুমান তোর্ষা নদী পেড়িয়ে হাতিগুলি জলদাপাড়া জঙ্গল থেকে এখানে এসেছে।ইতিমধ্যে হাতির দলটি এলাকার সুপরি বাগানগুলিতে হানা দিয়ে গাছ ভেঙেছে।
advertisement
আরও পড়ুন: জলের তোড়ে ভাঙল বাঁশের সাঁকো! নদী পারাপার নিয়ে বিপাকে বহু মানুষ
আরও কী কী করবে হাতির দলটি তা নিয়ে চিন্তিত বাসিন্দারা।এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় এক, দুটো হাতি এলাকায় দেখা যায়, তবে একসঙ্গে এতোগুলি হাতি তারা কম দেখেছেন। এলাকার বাসিন্দা রেণুকা থাপা জানান, “গ্রামের সামনে জঙ্গলটিতে রয়েছে হাতিগুলি। মাঝেমধ্যে সেগুলোর আওয়াজ শুনছি। একটু বেশি রাত হলেই এই হাতিগুলি বেরিয়ে এলাকায় ক্ষতি করবেই। কারও প্রাণ না চলে যায় সেটাই ভয়।”
এলাকার পঞ্চায়েত সদস্য মন বাহাদুর সুব্বা জানান, “এতগুলি হাতি এলাকায় এসেছে সবাই আতঙ্কিত আমরা। বন কর্মীরা এসেছেন। তারা রাত করে আমাদের সুরক্ষা দেবেন জানিয়েছেন।”






