আরও পড়ুন: চূড়ান্ত মর্মান্তিক দুর্ঘটনা! ইঞ্জিনের সঙ্গে কামরা জুড়তে গিয়ে পিষে গেলেন রেলকর্মী
উনুনটির নির্মাতা আহমেদ হোসেন জানান, তাঁর তৈরি এই নতুন উনুনে সাধারণ উনুনের তুলনায় কাঠের পরিমাণ অনেকটাই কম লাগে। এছাড়া এতে ধোঁয়া হয় না একেবারেই। সেই সঙ্গে এতে রান্না করতেও সময় লাগে অনেকটা কম। ফলে এই উনুনে রান্না করলে সময়ও বাঁচে অনেকটা। তাই সাবেকি কাঠের উনুনের চাইতে এই উনুন ব্যবহার করা অনেকটাই লাভজনক।
advertisement
আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
উনুন তৈরি নিয়ে তিনি আরও জানান, এই উনুন বানানোর পর দেখতে এসেছেন বহু মানুষ, যারাই এই উনুন দেখে গিয়েছেন, সকলেই অর্ডার করে গিয়েছেন তাঁর কাছে। তাঁর দাবি সকলের এই উনুন দারুণ পছন্দ হয়েছে। গ্রাম বাংলার মানুষের কাছে এই উনুন অনেকটাই সাশ্রয়ের দিশা দেখাবে বলে তাঁ আশা। সেই সঙ্গে গ্রাম্য এলাকার মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি দূরে থাকবে এই উনুন ব্যবহার করলে। ফলে এই উনুন ব্যবহার করলে অনেক রকম সুবিধা রয়েছে। এই উনুনে একটি পাখা লাগানো রয়েছে। যা ইলেকট্রিক, ব্যাটারি এবং সৌরশক্তির মাধ্যমেও চালানো সম্ভব।





