Gold and silver price: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Gold and silver price in Union Budget 2024: কমছে সোনা-রুপোর দাম। বাজেটে দুই মূল্যবান ধাতুর দাম কমার বড়সড় ইঙ্গিত দিলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
নয়াদিল্লি: কমছে সোনা-রুপোর দাম। বাজেটে দুই মূল্যবান ধাতুর দাম কমার বড়সড় ইঙ্গিত দিলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোনা এবং রুপোর আমদানির উপর বিপুল পরিমাণ শুল্ক কমানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বাজেট পেশের সময় কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন সোনা এবং রুপোর দামের উপর আমদানি শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। এর ফলে এই দুই ধাতুর দাম কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ২০২৩ অর্থবর্ষে এই করের পরিমাণ ছিল ১০ শতাংশ, সেস ছিল ৫ শতাংশ। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে ২০২৩ অর্থবর্ষে ২.৮ লক্ষ কোটি টাকার সোনা ভারতে আমদানি করা হয়েছিল, যার ফলে কর বাবদ কেন্দ্রকে দিতে হয়েছিল ৪২ হাজার কোটি টাকা। এবার ১০ শতাংশ থেকে সেই সেনা-রুপোর দাম কমে হল ৬ শতাংশ। সেস সমেত কর বাবদ দিতে হবে ১১ শতাংশ।
advertisement
advertisement
শুধু তাই নয়, আমদানি শুল্ক কমেছে প্ল্যাটিনামের উপরেও। প্ল্যাটিনামের উপর আমদানি কর কমে হল ৬.৪ শতাংশ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 1:23 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold and silver price: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর