Rail staff death: চূড়ান্ত মর্মান্তিক দুর্ঘটনা! ইঞ্জিনের সঙ্গে কামরা জুড়তে গিয়ে পিষে গেলেন রেলকর্মী
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Accident death: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল রেলকর্মীর। কামরা এবং ইঞ্জিন জোড়ার জন্য কাপলিং লাগাতে গিয়ে পিষে যান রেলকর্মী সুরজ শেঠ। ঘটনাটি ঘটেছে মুম্বইতে।
মুম্বই: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল রেলকর্মীর। কামরা এবং ইঞ্জিন জোড়ার জন্য কাপলিং লাগাতে গিয়ে পিষে যান রেলকর্মী সুরজ শেঠ। ঘটনাটি ঘটেছে মুম্বইতে।
মঙ্গলবার সেন্ট্রাল রেলওয়েতে কর্মরত পয়েন্টসম্যানের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মুম্বই সিএসএমটি স্টেশনে একটি দূরপাল্লার ট্রেনের ইঞ্জিনের সঙ্গে কামরা কাপলিং দিয়ে জুড়ছিলেন সেই রেলকর্মী। সেই স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল মুম্বই-ভুবনেশ্বর কোনার্ক এক্সপ্রেস। সেই ইঞ্জিনের সঙ্গেই কামরা জুড়ছিলেন মৃত রেলকর্মী। তখনই বিকেল ৩টে ১০ নাগাদ দুটো ট্রেনের মাঝে পড়ে যান রেলের সেই পয়েন্টসম্যান। সঙ্গে সঙ্গে চিঁড়েচ্যাপ্টা হয়ে যান তিনি।
advertisement
advertisement
ঘটনার সময়ে প্রথম বারের প্রচেষ্টায় লাগাতে ব্যর্থ হন, তারপরে কামরা এবং ইঞ্জিনের মাঝে চিঁড়েচ্যাপ্টা হয়ে যান সুরজ, জানিয়েছে রেল। সাধারণত এই কাপ্লিং জোড়া লাগানোর সময়ে (শান্টিং ওয়ার্ক) একজন সুপারভাইজার উপস্থিত থাকেন। কিন্তু এদিন যখন দুর্ঘটনা ঘটে, তখন সুপারভাইজার উপস্থিত ছিলেন না। কাপ্লিং ইঞ্জিন এবং কামরা জোড়া লাগানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যাঁরা এই কাজটি করেন তাঁদের পয়েন্টসম্যান বলা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 9:46 AM IST