ফের লেপার্ডের হানায় আহত হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রাজাভাত চা বাগানে। এদিন সকালে বাগানে নয় নম্বর সেকশনে করছিল সকিলা আনসারি। সে সময় আচমকা এক লেপার্ড তার উপর ঝাপিয়ে পড়ে। লেপার্ডের সঙ্গে সাকিলার কিছুক্ষণ ধস্তাধস্তি চলে।
আরও পড়ুন: বনবন করে ঘুরছিলেন চড়কের বঁড়শি গেঁথে, আচমকা ছিটকে পড়লেন সন্যাসী! তারপর যা ঘটল বেলাকোবায়…
advertisement
লেপার্ড হার মেনে অন্যত্র চলে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা চলে আসে। তারা দেখেন মাটিতে পড়ে রয়েছে সাকিলা।এরপর তারা মহিলা চা শ্রমিক সকিলা আনসারীকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন: হাত দিয়ে বদলানো হত আলোর রং,ব্রিটিশ জমানায় ল্যাম্প দিয়ে সিগল্যাল দেওয়া হত ট্রেনকে
বর্তমানে হাসপাতাল তার চিকিৎসা চলছে।তার হাত, পিঠ, মুখে লেপার্ডের আক্রমণের দাগ রয়েছে। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ বাগানজুড়ে।
Annanya Dey