Charak Puja 2025: বনবন করে ঘুরছিলেন চড়কের বঁড়শি গেঁথে, আচমকা ছিটকে পড়লেন গাজন সন্যাসী! তারপর যা ঘটল বেলাকোবায়...
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Charak Puja 2025: ঘূর্ণায়মান চরক থেকে ছিটকে পড়ে বিপত্তি! উৎসবের মরশুমেই জোড়া দুর্ঘটনায় মন খারাপের ছবি জলপাইগুড়িতে। ঘূর্ণায়মান চড়ক থেকে আচমকাই মাটিতে আছড়ে পড়ে আহত গাজন সন্ন্যাসী।
জলপাইগুড়ি: ঘূর্ণায়মান চড়ক থেকে ছিটকে পড়ে বিপত্তি! উৎসবের মরশুমেই জোড়া দুর্ঘটনায় মন খারাপের ছবি জলপাইগুড়িতে। ঘূর্ণায়মান চড়ক থেকে আচমকাই মাটিতে আছড়ে পড়ে আহত গাজন সন্ন্যাসী। আরেকদিকে ঘূর্ণায়মান সাইকেল থেকে ছিটকে পড়েই একই ঘটনা জলপাইগুড়ির আরও এক জায়গায়। ইতিমধ্যেই এই দুই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে।
নববর্ষের প্রাক্কালে আনন্দের মাঝেই দুর্ঘটনার ছায়া নেমে এল জলপাইগুড়ি জেলায়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোমবার রাতে জেলার রাজগঞ্জ থানার বেলাকোবা অঞ্চলে চড়ক উৎসব চলাকালীন গুরুতর আহত হন এক গাজন সন্ন্যাসী। ঘূর্ণায়মান চড়ক থেকে ছিটকে পড়ে যান তিনি।
আরও পড়ুনঃ নববর্ষের সন্ধ্যা পণ্ড কালবৈশাখীতে! কলকাতা-সহ কোন কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টি-বাজের তাণ্ডব? জানিয়ে দিল আলিপুর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত সন্ন্যাসীর নাম পরিমল রায় (৪২), তিনি জোটেশ্বর এলাকার বাসিন্দা। ওই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিমল রায়কে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এক এক করে যুবককে দশবার কামড়! সারারাত দেহ পাহারা দিল সাপ! হতবাক পরিবার যা বলল…! সাংঘাতিক
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে, একইরাতে আরেকটি দুর্ঘটনা ঘটে বানারহাটের চানাডিপা এলাকায়। চড়কের ঘূর্ণিতে সাইকেল-সহ ঘুরতে ঘুরতে হঠাৎ বড়শি ছিড়ে ছিটকে পড়েন এক ব্রতী। ফাঁকা কৃষিজমিতে বসা মেলায় ঘটেছে এই ঘটনা। তাকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
চৈত্র সংক্রান্তির সময় গ্রামবাংলায় চড়ক উপলক্ষে রীতি মেনে বড়শি গেঁথে ঘোরার এই ঐতিহ্য শতাব্দী প্রাচীন। তবে উপযুক্ত নিরাপত্তার অভাবে প্রতিবছরই ঘটে এমন দুর্ঘটনা। এবারের ঘটনাগুলি প্রাণঘাতী না হলেও, সতর্কতার বার্তা দিয়ে গেল বইকি! উৎসব হোক আনন্দের, দুর্ঘটনার নয়, এমনই বলছেন সাধারণ মানুষ।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 5:02 PM IST