আরও পড়ুন: ‘নিক্ষয় মিত্র’ সারাবে যক্ষা
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের প্রত্যন্ত এলাকার মেয়ে-বউরা হস্তশিল্পের মাধ্যমে বাড়তি আয়ের পথ দেখছেন। শাড়ি, টেডি বিয়ার, ব্যাগ, গলার হার সহ একাধিক রংবেরঙের রকমারি ঘর সাজানোর উপকরণ হাতের কারুকার্যের সাহায্যে নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন। মূলত পুজোর আগে হস্তশিল্পের সেই সব পশরা নিয়ে বসিরহাট পুরসভার উদ্যোগে টাউন হলে আয়োজিত হল বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শননীতে এসে কেনাকাটাও করছেন স্থানীয়রা।
advertisement
বসিরহাটের স্বনির্ভর গোষ্টির সেল এক্সপ্রেস গ্রুপের প্রায় কয়েক’শো মহিলা বাড়িতেই হস্তশিল্পের মাধ্যমে বিভিন্ন উপকরণ তৈরি করে তা অনলাইনে বিক্রি করছেন। এর ফলে তাঁরা রোজগার করে সংসারে সাহায্য করতে পারছেন। পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার খরচও জোগাড় করছেন। বাড়িতে তৈরি হস্তশিল্পের বিভিন্ন উপকরণ অনলাইনে বিক্রির পাশাপাশি বিভিন্ন মেলা, সরকারি অনুষ্ঠান, পুজোতে স্টল দিয়েও বিক্রি করছেন। আর এভাবেই বসিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকারস্বামীর সঙ্গে গৃহবধূরাও সংসারের হাল ধরছেন।
জুলফিকার মোল্লা