Hooghly News: 'নিক্ষয় মিত্র' সারাবে যক্ষা
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
স্বাস্থ্য দফরের উদ্যোগে যক্ষা আক্রান্তদের পুষ্টিকর খাবারের দায়িত্ব নিল আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন
হুগলি: ভয়াবহ বন্যা পরিস্থিতিতে খাদ্যের অভাবে মানুষের পাশে ছুটে যাওয়া থেকে শুরু করে কোভিডের সময় অক্সিজেন নিয়ে ছুটে যাওয়া, কিংবা বিভিন্ন সময় রক্তের অভাবে রোগীর আত্মীয়-পরিজন যখন দিশেহারা সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ওঁরা। করোনার সময় মানুষের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতেও এগিয়ে এসেছিলেন। সেই ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট হুগলির আরামবাগবাসীর মনে জায়গা করে নিয়েছে। শুধু আরামবাগ নয়, তাঁদের কার্যক্রম চলে তারকেশ্বর, চাঁপাডাঙা সহ বিভিন্ন জায়গায়। স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই সংগঠনই এবার নিক্ষয় মিত্র কর্মসূচি শুরু করল। যক্ষা রোগীদের পাশে দাঁড়িয়ে শনিবার থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে আরামবাগের ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট যক্ষামুক্ত ভারত গড়তে অঙ্গীকারবদ্ধ হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল, পিছিয়ে পড়া পাঁচটি যক্ষা রোগীর পুষ্টির দায়িত্ব নিয়েছে তারা। যত মাস ধরে এই সকল রোগীদের ডটের অধীনে চিকিৎসা চলবে তত মাস ঐক্যবদ্ধ তাঁদের বাড়িতে পুষ্টিকর খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। যাতে তারা দ্রুত যক্ষা থেকে সুস্থ হয়ে ওঠেন।
advertisement
advertisement
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির এক সদস্য জানান, স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুরু হয়েছে নিক্ষয় মিত্র কর্মসূচি। এবার বেশি সংখ্যক যক্ষা রোগীদের সংযোগ করা হচ্ছে। এই মুহূর্তে আরামবাগে বেশ কয়েক জন যক্ষা রোগীর সন্ধান পাওয়া গেছে।
অন্যদিকে স্বাস্থ্য আধিকারিক অনুপম বিশ্বাস জানিয়েছেন, নিক্ষয় মিত্র কর্মসূচি মহুকুমাজুড়ে শুরু হয়েছে। মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া রোগীদের সাহায্যের জন্য সচ্ছলের এগিয়ে আসার আবেদন জানানো হচ্ছে। এতে পুষ্টিকর খাবার পেয়ে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2023 1:54 PM IST







