জানা গিয়েছে শাসকদলের ওই নেতা, প্রাক্তন কাউন্সিলর। এলাকার মা বোনেদের ছবি বিকৃত করে টানিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন মঞ্চ থেকে, তার ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট-সহ নথি পেনড্রাইভে পুলিশের কাছে জমা দেওয়া হয়। পাশাপাশি, লিখিত আকারে এফআইআর দায়ের করা হয় ওই শাসক নেতার বিরুদ্ধে। অশোকনগরের মহিলাদের তরফে নাগরিক সমাজের পক্ষ থেকে অবিলম্বে শাসকদলের নেতার এমন হুমকির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয় এদিন পুলিশের কাছে।
advertisement
যদিও থানার ভারপ্রাপ্ত আধিকারিক না থাকার কারণে দীর্ঘ সময় থানাতেই দাঁড়িয়ে থাকতে হয় প্রতিবাদী মহিলাদের। এদিন অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় হাজির হন এলাকার সকল বয়সের মহিলারা। যার মধ্যে ছিলেন শিক্ষিকা থেকে ছাত্রী, আইনজীবী থেকে গৃহবধুরাও। শাসক নেতার এমন হুমকির কারণে তাঁরাও রীতিমতো আতঙ্কিত বলে জানান। পাশাপাশি মহিলাদের তরফে এও জানানো হয় যে, শুধু একটি এফআইআর নয়, এরপরও আরও বেশ কয়েকটি এফআইআর করা হবে এই প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমানে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর স্বামী অতীশ সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুন: আয়ু বাড়াতে চান? কমিয়ে দিন ঘুম, পরামর্শ ১২ বছর ধরে দিনে ৩০ মিনিট ঘুমানো ব্যক্তির
এমনকী জেলার নানা প্রান্তের মহিলারাও বিভিন্ন থানায় এই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে বলেও জানান প্রতিবাদী মহিলারা। তাঁরা থানায় অভিযোগ জানালে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে এই শাসক নেতার হুমকি ঘিরে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।