এদিন রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে বারাসত হাসনাবাদ শাখার টাকি স্টেশনে। তবে রাত পর্যন্ত মা এবং মেয়ের পরিচয় জানা যায়নি। কেনই বা মা-মেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন, তা জানার চেষ্টা করছে রেল পুলিশ।
আরও পড়ুন: কলকাতায় বাড়ছে গরম, আর পাশের জেলায় কুয়াশার জোর দাপট চলছে! আবহাওয়ার আপডেট
advertisement
পুলিশ জানায়, এদিন সাড়ে আটটা নাগাদ বছর পাঁচেকের মেয়েকে কোলে নিয়ে ৩০ বছরের এক মহিলা টাকি স্টেশনে আসেন। সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেন। কয়েকজন যাত্রীর সন্দেহ হলেও তাঁরা মনে করেছিলেন, মহিলা হয়তো ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছেন।
আরও পড়ুন: বাড়ছে আতঙ্ক, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ১২০ জন শিশু ভর্তি পূর্ব বর্ধমান জেলা হাসপাতালে
কিন্তু সকলকে চমকে দিয়ে মহিলা প্রথমে মেয়েকে ছুড়ে দেয় ট্রেনের সামনে। পরে নিজে লাফিয়ে পড়েন রেল লাইনের উপর। দু'জনেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা গিয়েছেন বলে জানিয়েছে হাসনাবাদ থানার পুলিশ। দু'জনেরই দেহ একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়। রেল পুলিশ এসে মা ও মেয়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত মা-মেয়ের পরিচয় জানা যায়নি। তদন্ত করছে রেল পুলিশ।
জিয়াউল আলম






