East Burdwan News: বাড়ছে আতঙ্ক, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ১২০ জন শিশু ভর্তি পূর্ব বর্ধমান জেলা হাসপাতালে

Last Updated:

East Burdwan News: দিন কয়েক আগে এডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা সামনে এসেছে বর্ধমান জেলা হাসপাতাল থেকে । এই ঘটনার পর বুধবার

+
আক্রান্ত

আক্রান্ত ব্যক্তির জ্বর সর্দি কাশি, কিমবা শ্বাসকষ্টের মতো উপশম গুলি দেখা দিচ্ছে

পূর্ব বর্ধমান: সারা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে  অ্যাডিনো ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ব্যক্তির জ্বর সর্দি কাশি, বা শ্বাসকষ্টের মতো উপশমগুলি দেখা দিচ্ছে। অ্যাডিনো ভাইরাসে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা সর্বাধিক। রাজ্যে এই ভাইরাসের বলিও হয়েছে বেশ কয়েকজন। আর এই  ভাইরাসের প্রকোপে পূর্ব বর্ধমান জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ১২০ জন শিশু। দিন কয়েক আগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা সামনে এসেছে বর্ধমান জেলা হাসপাতাল থেকে ।
এই ঘটনার পর বুধবার হাসপাতাল পরিদর্শন করতে আসেন রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ।  সংক্রমণ প্রসঙ্গে বর্ধমান হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন " ছোটদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন । ছোটদের থেকে বড়দের সহন ক্ষমতা যেহেতু বেশি তাই বড়দের সেরকম কিছু হচ্ছে না। প্রতিবছরই এই সময় জ্বর সর্দি কাশি সহ শ্বাসকষ্ট এবং নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ে । এইবছর যেহুতু একটু বেশি তাই মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। অ্যাডিনো কোনও নতুন ভাইরাস নয়। এই ভাইরাস মোকাবিলায় বর্ধমান হাসপাতাল প্রস্তুত রয়েছে।"
advertisement
আরও পড়ুন :  কাজের বাড়িতে সকলকে মিষ্টিমুখ করালেন পরিচারিকা, কারণ জানলে আপনার চোখেও জল আসবে
হাসপাতাল পরিদর্শনে এসে মন্ত্রী স্বপন দেবনাথ জানান- "এই সময় শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে। বর্ধমান হাসপাতালে একটি আলাদা ক্লিনিক করা হয়েছে। এছাড়া শিশুদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডও রয়েছে, যেটা ২৪ ঘণ্টা খোলা থাকবে। চিকিৎসার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। চিকিৎসকরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছেন আগের তুলনায় আক্রান্তের সংখ্যাও কমেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: বাড়ছে আতঙ্ক, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ১২০ জন শিশু ভর্তি পূর্ব বর্ধমান জেলা হাসপাতালে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement